ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যান্সার সচেতনতা বিষয়ক সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) এর ২০২৪-২৫ অর্থবছরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ বর্ষের নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯- ২০ বর্ষের মিন্টু হাসান মনোনীত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি ) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রিয়াদুস সালেহিন ও সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ শেখ আকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাফিসা আক্তার, দপ্তর সম্পাদক শামীম রেজা, সহকারী দপ্তর সম্পাদক মোসাদ্দিকুর রহমান, অর্থ সংগ্রহ সম্পাদক শহীদুল্লাহ্, সহকারী অর্থ সংগ্রহ সম্পাদক রুবায়া হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া, সহকারী যোগাযোগ বিষয়ক সম্পাদক আল আশিনুর আকাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেহেজাবিন আক্তার মহুয়া, সহকারী স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জোবাইদা নাসরিন দোলা, ক্যান্সার শিক্ষা সম্পাদক অদিতি ঢালী, আইটি বিষয়ক সম্পাদক শোভন মোহাম্মদ নাহিদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূর আলম।
নবমনোনীত সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘ক্ষতির কারন যদি লজ্জা হয় তাহলে আর লজ্জা নয়, এই প্রতিপাদ্য সামনে রেখে ক্যাপ কুষ্টিয়া জোন ইসলামী বিশ্ববিদ্যালয় সহ কুষ্টিয়া ঝিনাইদহ অঞ্চলে সচেতনতা মূলক কার্যক্রম দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। অসচেতনতায় একটি মা-বোনও যেন আর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করে সেই লক্ষ্যে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আগামীতে পুরো দেশের মানুষকে সচেতনতা করার লক্ষ্যে ক্যাপ কাজ করে যাচ্ছে।’
উল্লেখ্য, ‘কারন যদি লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’ এই প্রতিপাদ্য সামনে রেখে ২০১৫ সালে সংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া জোনের যাত্রা শুরু হয়। সংগঠনটি বিশ্ববিদ্যালয়সহ কুষ্টিয়া-ঝিনাইদহ অঞ্চলে নারীদের ক্যান্সার সচেতনতা মূলক কার্যক্রম করে যাচ্ছে। বর্তমানে দেশের ৫টি অঞ্চলে স্তন ক্যান্সার এবং জরায়ু মুখের ক্যান্সার নিয়ে কাজ করে এই সংগঠনটি।
এমএস