ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে প্রথমবার শনাক্ত রিওভাইরাস, আক্রান্ত ৫ কাতার আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা স্ট্যাটাস ‘ভালোভাবেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা’: নজরুল ইসলাম খান চাঁবিপ্রবিতে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত এরদোয়ান কে নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, প্রাণহানি ৫ ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ আলম নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংকে ৩১৬২ কোটি টাকা লেনদেন দেশের সব মাঠ-পার্ক ও উদ্যান জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি গ্রিন ভয়েসের তুরস্ককে বাংলাদেশে শিল্প স্থানান্তরের আহ্বান প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসের

সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট হস্তান্তর করবেন সোমবার

ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন। তদন্ত কাজ এই মুহূর্তে খুবই সাকসেসফুল চলছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে যাবতীয় আলামত কমিটি সংগ্রহ করেছে। এরই মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। প্রয়োজন হলে কিছু আলামত বিদেশেও পরীক্ষা করা হবে বলে কমিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট তারা প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন। এরপর প্রধান উপদেষ্টাই এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

সাংবাদিকদের কার্ড প্রসঙ্গে তিনি বলেন, কার্ড তো বাতিল করা হয়নি। বরং সরকার রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন সময়ে তথ্য মন্ত্রণালয় থেকে প্রায় ৭৮৬৬টি এক্রেডিটেশন কার্ড ইস্যু করা হয়েছে। তার মধ্যে ৪৯০০-এর মতো কার্ড বিগত সরকার বিভিন্ন কারণে বাতিলও করেছে। বর্তমানে ২৯০০-এর মতো কার্ড বিদ্যমান আছে। তবে এরা কারা এটা সরকার এখনো পুরোপুরি নিশ্চিত না। ধারণা করা হচ্ছে, প্রকৃত সাংবাদিকদের বাইরে আরও অনেক সাংবাদিক আছেন যারা কার্ড ব্যবহার করে সচিবালয়ে লবিং-তদবির করেন এবং রাজনৈতিক প্রভাব খাটান। সেজন্য সরকার রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে যাতে প্রকৃত সাংবাদিকরা কার্ড ব্যবহার করতে পারে এবং সচিবালয় নিরাপত্তা হুমকিতে না পড়ে। সাংবাদিক নামধারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এ ছাড়া তিনি বলেন, নতুনভাবে সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি। যেহেতু সচিবালয় এখন ক্রাইম সিন তাই সেটা প্রটেক্ট করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার তদন্ত চালাচ্ছে। সচিবালয় হচ্ছে সবচেয়ে সুরক্ষিত এলাকা। সবার সহযোগিতার অংশ হিসেবে তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশি মানুষ সেখানে প্রবেশ করলে অগ্নিকাণ্ডের আলামতগুলো নষ্ট হতে পারে। সেজন্য মানুষের যাতায়াত সীমিত করা হয়েছে। সে হিসেবে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়।

তিনি আরও বলেন, তবে সরকারের পক্ষে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব অস্থায়ী ভিত্তিতে পাস দিয়ে হলেও সাংবাদিকদের সচিবালয়ে যাতায়াতের বিষয়টি চালু রাখা। তারই অংশ হিসেবে আজ থেকে সাংবাদিকরা অস্থায়ী নতুন পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। প্রাথমিকভাবে ২০০ সাংবাদিককে এই পাস দেওয়া হবে। এছাড়াও কারও (সাংবাদিক ও সাধারণ নাগরিক) পাস দরকার হলে তারা ডিএমপির বিশেষ সেল থেকে যোগাযোগ করে অস্থায়ী নতুন পাস সংগ্রহ করে সচিবালয়ে যেতে পারবেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে প্রথমবার শনাক্ত রিওভাইরাস, আক্রান্ত ৫

সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট হস্তান্তর করবেন সোমবার

আপডেট সময় : ১১:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন। তদন্ত কাজ এই মুহূর্তে খুবই সাকসেসফুল চলছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে যাবতীয় আলামত কমিটি সংগ্রহ করেছে। এরই মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। প্রয়োজন হলে কিছু আলামত বিদেশেও পরীক্ষা করা হবে বলে কমিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট তারা প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন। এরপর প্রধান উপদেষ্টাই এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

সাংবাদিকদের কার্ড প্রসঙ্গে তিনি বলেন, কার্ড তো বাতিল করা হয়নি। বরং সরকার রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন সময়ে তথ্য মন্ত্রণালয় থেকে প্রায় ৭৮৬৬টি এক্রেডিটেশন কার্ড ইস্যু করা হয়েছে। তার মধ্যে ৪৯০০-এর মতো কার্ড বিগত সরকার বিভিন্ন কারণে বাতিলও করেছে। বর্তমানে ২৯০০-এর মতো কার্ড বিদ্যমান আছে। তবে এরা কারা এটা সরকার এখনো পুরোপুরি নিশ্চিত না। ধারণা করা হচ্ছে, প্রকৃত সাংবাদিকদের বাইরে আরও অনেক সাংবাদিক আছেন যারা কার্ড ব্যবহার করে সচিবালয়ে লবিং-তদবির করেন এবং রাজনৈতিক প্রভাব খাটান। সেজন্য সরকার রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে যাতে প্রকৃত সাংবাদিকরা কার্ড ব্যবহার করতে পারে এবং সচিবালয় নিরাপত্তা হুমকিতে না পড়ে। সাংবাদিক নামধারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এ ছাড়া তিনি বলেন, নতুনভাবে সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি। যেহেতু সচিবালয় এখন ক্রাইম সিন তাই সেটা প্রটেক্ট করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার তদন্ত চালাচ্ছে। সচিবালয় হচ্ছে সবচেয়ে সুরক্ষিত এলাকা। সবার সহযোগিতার অংশ হিসেবে তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশি মানুষ সেখানে প্রবেশ করলে অগ্নিকাণ্ডের আলামতগুলো নষ্ট হতে পারে। সেজন্য মানুষের যাতায়াত সীমিত করা হয়েছে। সে হিসেবে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়।

তিনি আরও বলেন, তবে সরকারের পক্ষে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব অস্থায়ী ভিত্তিতে পাস দিয়ে হলেও সাংবাদিকদের সচিবালয়ে যাতায়াতের বিষয়টি চালু রাখা। তারই অংশ হিসেবে আজ থেকে সাংবাদিকরা অস্থায়ী নতুন পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। প্রাথমিকভাবে ২০০ সাংবাদিককে এই পাস দেওয়া হবে। এছাড়াও কারও (সাংবাদিক ও সাধারণ নাগরিক) পাস দরকার হলে তারা ডিএমপির বিশেষ সেল থেকে যোগাযোগ করে অস্থায়ী নতুন পাস সংগ্রহ করে সচিবালয়ে যেতে পারবেন।

কেকে