ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ইছাআবা ঢাবি শাখা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি আড়ংয়ে চাকরির নিয়োগ, এইচএসসি পাশেই আবেদন ‘আমি তো বলিনি সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায়’: স্বরাষ্ট্র উপদেষ্টা তিতুমীর কলেজে বর্ষবরণে রাজনৈতিক রঙ, শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া জয়পুরহাট পাঁচবিবি উপজেলা বিএনপি ছাত্র নেতাকে গুলি করে হত্যা চেষ্টা, আহত ৪ জন, আটক ১ নাটোরের নলডাঙ্গায় ফিলিস্তিনে ইজরায়েল হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদি দোকানি কে হত্যা জানা গেল ফাজিল অনার্স পরীক্ষা শুরুর তারিখ বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদটা দরকার ছিল: মেলিন্ডা গেটস

বাংলাদেশ ছাত্রশিবির আয়োজন করছে বিজ্ঞান মেলা, থাকছে ৬০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বাস্তব জীবনে বিজ্ঞান চর্চাকে উদ্বুদ্ধ করতে আয়োজন করছে বিজ্ঞান মেলা। এতে বিজয়ীদের জন্য রয়েছে বিশাল অঙ্কের পুরস্কার ছাড়াও সার্টিফিকেট, মেডেল এবং ক্রেস্ট।

মেলায় দুটি ইভেন্ট যথাক্রমে- জুনিয়র সায়েন্টিস্ট হান্ট এবং রুবিক্স কিউব প্রতিযোগিতা। এর মধ্যে ‘জুনিয়র সায়েন্টিস্ট হান্ট’ প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। ডেলিগেট হিসেবে থাকবে (৫ম শ্রেণি-১২তম) শ্রেণি পর্যন্ত।

প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করতে কোনো ফি লাগবে না। রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/sdr5yJnkErJn6RM66

জুনিয়র সায়েন্টিস্ট হান্টে (প্রজেক্ট শো) পুরস্কার হিসেবে থাকছে- চ্যাম্পিয়ন পুরস্কার : ৬০,০০০ টাকা, রানারআপ : ৪০,০০০ টাকা, তৃতীয় স্থান : ৩০,০০০ টাকা, ৪র্থ স্থান : ২০,০০০ টাকা, ৫ম স্থান : ১০,০০০ টাকা। এতে প্রতিটি টিমে সর্বোচ্চ তিনজন অংশগ্রহণ করতে পারবে।

দ্বিতীয় ইভেন্টে রয়েছে রুবিক্স কিউব প্রতিযোগিতা। এতে পুরস্কার হিসেবে থাকছে- চ্যাম্পিয়ন পুরস্কার : ১৫,০০০ টাকা, রানারআপ : ১০,০০০ টাকা, তৃতীয় স্থান : ৫,০০০ টাকা।

রুবিক্স কিউব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিষ্ট্রেশন লিংক : https://forms.gle/4NmV85vdWp75GbG87

এছাড়াও অন্যান্য আয়োজনে আরও থাকছে ইনস্ট্যান্ট প্রবলেম সলভিং ও পুরস্কার। ফিজিক্স, কেমিস্ট্রি ও অ্যাস্ট্রোনমি বুথ। সায়েন্টিফিক ডকুমেন্টারি শোয়িং। ক্যারিয়ার বুথ। এতে রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই।

দুটি ইভেন্ট- জুনিয়র সায়েন্টিস্ট হান্ট ও রুবিক্স কিউবে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত হিসেবে থাকছে- টি-শার্ট, সকালের নাস্তা ও মধ্যাহ্নভোজ। এছাড়াও সার্টিফিকেট, মেডেল এবং ক্রেস্ট। প্রোগ্রাম প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞান মেলায় রেজিস্ট্রেশনের শেষ সময় : ২৫ ডিসেম্বর, ২০২৪

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ইছাআবা ঢাবি শাখা

বাংলাদেশ ছাত্রশিবির আয়োজন করছে বিজ্ঞান মেলা, থাকছে ৬০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার

আপডেট সময় : ১১:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বাস্তব জীবনে বিজ্ঞান চর্চাকে উদ্বুদ্ধ করতে আয়োজন করছে বিজ্ঞান মেলা। এতে বিজয়ীদের জন্য রয়েছে বিশাল অঙ্কের পুরস্কার ছাড়াও সার্টিফিকেট, মেডেল এবং ক্রেস্ট।

মেলায় দুটি ইভেন্ট যথাক্রমে- জুনিয়র সায়েন্টিস্ট হান্ট এবং রুবিক্স কিউব প্রতিযোগিতা। এর মধ্যে ‘জুনিয়র সায়েন্টিস্ট হান্ট’ প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। ডেলিগেট হিসেবে থাকবে (৫ম শ্রেণি-১২তম) শ্রেণি পর্যন্ত।

প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করতে কোনো ফি লাগবে না। রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/sdr5yJnkErJn6RM66

জুনিয়র সায়েন্টিস্ট হান্টে (প্রজেক্ট শো) পুরস্কার হিসেবে থাকছে- চ্যাম্পিয়ন পুরস্কার : ৬০,০০০ টাকা, রানারআপ : ৪০,০০০ টাকা, তৃতীয় স্থান : ৩০,০০০ টাকা, ৪র্থ স্থান : ২০,০০০ টাকা, ৫ম স্থান : ১০,০০০ টাকা। এতে প্রতিটি টিমে সর্বোচ্চ তিনজন অংশগ্রহণ করতে পারবে।

দ্বিতীয় ইভেন্টে রয়েছে রুবিক্স কিউব প্রতিযোগিতা। এতে পুরস্কার হিসেবে থাকছে- চ্যাম্পিয়ন পুরস্কার : ১৫,০০০ টাকা, রানারআপ : ১০,০০০ টাকা, তৃতীয় স্থান : ৫,০০০ টাকা।

রুবিক্স কিউব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিষ্ট্রেশন লিংক : https://forms.gle/4NmV85vdWp75GbG87

এছাড়াও অন্যান্য আয়োজনে আরও থাকছে ইনস্ট্যান্ট প্রবলেম সলভিং ও পুরস্কার। ফিজিক্স, কেমিস্ট্রি ও অ্যাস্ট্রোনমি বুথ। সায়েন্টিফিক ডকুমেন্টারি শোয়িং। ক্যারিয়ার বুথ। এতে রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই।

দুটি ইভেন্ট- জুনিয়র সায়েন্টিস্ট হান্ট ও রুবিক্স কিউবে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত হিসেবে থাকছে- টি-শার্ট, সকালের নাস্তা ও মধ্যাহ্নভোজ। এছাড়াও সার্টিফিকেট, মেডেল এবং ক্রেস্ট। প্রোগ্রাম প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞান মেলায় রেজিস্ট্রেশনের শেষ সময় : ২৫ ডিসেম্বর, ২০২৪

কেকে