গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্যে সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছে গণঅধিকার পরিষদ।
শনিবার বিকাল ৪ টায় শহীদ আবরার ফাহাদ মিলনায়তনে শহীদদের স্বরণে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী, জুলাই-আগস্ট বিপ্লবে সকল শহীদদের প্রতি উৎস্বর্গ করেছে সংগঠনটি।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের আহবায়ক কর্নেল অবঃ মিয়া মশিউজ্জামান। তিনি বলেন আমরা আজকে কোন কেক কাটবোনা, বেলুনও উড়াবো না; কারন আমাদের আজকেই এই অনুষ্ঠান শহীদ আবু সাঈদদের প্রতি উৎসর্গ করা হয়েছে। আমরা বিপ্লব পরবর্তী বাংলাদেশকে বিপ্লবের স্প্রিরিট অনুযায়ী ধরে রাখতে চাইলে একটি ইনক্লুসিভ জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।
গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, উপদেষ্টা পরিষদ বর্ধিত করার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি কিন্তু এখনো আশানুরূপ কিছু দেখছিনা। ২০ কোটি জনগণের বাংলাদেশ পরিচালনার জন্য উপদেষ্টা পরিষদ বর্ধিত করা জরুরি।।
অনুষ্ঠানে সদস্য সচিব ফারুক হাসান বলেন, ভারতকে বলবো শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের হাতে ফিরিয়ে দিয়ে প্রতিবেশীর সম্পর্ক রক্ষা করুন। জাতীয় ঐক্য ধরে রাখতে না পারলে পরাজিত শক্তি আবারও আমাদের উপরে জেকে বসবে। পরাজিত শক্তি আওয়ামী দোষরদের বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। জনগণ আর আওয়ামী রাজনীতি বাংলাদেশে দেখতে চায় না।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, আমরা যে জাতীয় ঐক্য সৃষ্টি করেছি, সেটি অব্যহত রাখতে হবে। অন্যথায় বিপ্লব যেকোনো সময় হাতছাড়া হতে পারে।শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা শেখ রফিকুল ইসলাম বাবলু, ১২ দলীয় জোটের নেতা সৈয়দ এহসানুল হুদা-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।