দেশের বাজারে লেনেভোর তৈরি ‘আইডিয়াপ্যাড ফাইভ আই টু ইন ওয়ান’ মডেলের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড। ৫.৪ গিগাহার্টজ গতির ইন্টেল কোর সেভেন-১৫০ ইউ প্রসেসরে চলা ল্যাপটপটির ধারণক্ষমতা ১ টেরাবাইট। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ১ লাখ ৪৫ হাজার টাকা।
১৪ ইঞ্চি আইপিএস পর্দার ল্যাপটপটিতে ১৬ গিগাবাইট ডিডিআরফাইভ র্যামের পাশাপাশি ইন্টিগ্রেটেড ইন্টেল গ্রাফিকস কার্ড থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। টিইউভি লো ব্লু লাইট প্রযুক্তির পর্দা থাকায় দীর্ঘ সময় ল্যাপটপটি ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না।
ডিজিটাল কলমযুক্ত ল্যাপটপটিতে শাটারসহ ১০৮০ পি ক্যামেরা এবং ডলবি অডিও স্পিকার থাকায় স্বচ্ছন্দে অনলাইন বৈঠক করার পাশাপাশি গানও শোনা যায়। ৮১০ এইচ মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড প্রযুক্তির ল্যাপটপটি ধুলারোধী হওয়ায় ময়লাও জমে না।
নিহাদ সাজিদ