রাজধানীর সরকারি তিতুমীর কলেজ, কলেজটিতে ইতোমধ্যেই প্রবেশ করেছে নবীন শিক্ষার্থীরা৷ শিক্ষার্থীদের আগমন ও বিভিন্ন আনন্দ আয়োজনে যেন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে তিতুমীর কলেজ ক্যাম্পাসে৷
মঙ্গলবার (২২ অক্টোবর) কলেজ ক্যাম্পাস ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে কলেজ ক্যাম্পাস ছিলো মুখরিত৷ কলেজের কোথাও চলছে সহশিক্ষা ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সদস্য সংগ্রহ, কোথাও বাজছে গান, কোথাও বা হচ্ছে বিতর্ক৷ এদিন কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব৷ কলেজ মাঠে চলছে ক্রিকেট আয়োজন৷ অন্যদিকে বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে আড্ডা দিতেও দেখা যায় বিভিন্ন শিক্ষার্থীদের৷

তিতুমীর কলেজে ভর্তি হয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানান তাদের প্রথম দিনে অভিজ্ঞতা৷ শেরপুর থেকে আসা ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী মনির হোসেন জানান, তিতুমীর কলেজের অভিজ্ঞতা দারুণ, সবাই খুব আন্তরিক৷ আমার বিভাগের সিনিয়ররাও ছিল খুব হেল্পফুল৷ কলেজের পরিবেশ, বিভিন্ন সংগঠন ইত্যাদি বিষয়গুলো বেশ ভালো লেগেছে৷
কলেজের প্রথম বর্ষের আরেক নবীন শিক্ষার্থী সাদিক মুস্তাফিজ বলেন, কলেজ ক্যাম্পাসের পরিবেশ অসাধারণ, নতুন পরিবেশ, নতুন পরিচয়, নতুন বন্ধু ৷ সব মিলিয়ে দারুন।
সব মিলিয়ে নতুনত্বকে ঘিরে এক উৎসবের আমেজ তিতুমীর কলেজ ক্যাম্পাসে৷
খন্দকার মাহফুজুল ইসলাম