মোঃ আরিফুল ইসলাম,ঢাকা আলিয়া প্রতিনিধি:
আজ ৩০ ইং জুলাই রোজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেল প্রফেসর ড. মোঃ শামছুল আলমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরদ্বয় ও ডীন (কামিল স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা) উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল পিএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফাজিল ও কামিল ডিগ্রিকে স্বীকৃত যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানান। একইসঙ্গে, ফাজিল ও কামিল স্তরে পাঠ্য বিষয়সমূহের জন্য স্বতন্ত্র বিষয় কোড বরাদ্দ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
প্রতিনিধিদলের পক্ষ থেকে আরও জানানো হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে কয়েক হাজার মাদরাসা রয়েছে, যেখানে ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করছেন। অথচ, বর্তমান নিয়োগপদ্ধতিতে এসব ডিগ্রির স্বীকৃতি না থাকায় তারা পিছিয়ে পড়ছেন। তাই চাকরির আবেদন ফরমে ডিগ্রির স্বীকৃতি এবং পৃথক বিষয় কোড সংযুক্তির দাবিটি সময়োপযোগী ও যৌক্তিক।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও প্রস্তাব দেওয়া হয়, ইসলামি শিক্ষা ব্যবস্থাকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় পিএসসি পরীক্ষাসমূহেও ধর্মতত্ত্ব শিক্ষার্থীদের জন্য যথোপযুক্ত স্থান তৈরি হওয়া উচিত।
পিএসসি চেয়ারম্যান মহোদয় অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতিনিধিদলের বক্তব্য শোনেন এবং উত্থাপিত দাবিসমূহ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এমএস