ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক

ইআবি ডিগ্রির স্বীকৃতি না থাকায় শিক্ষার্থীরা বঞ্চিত: পিএসসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা

ছবিঃ সংগৃহীত

মোঃ আরিফুল ইসলাম,ঢাকা আলিয়া প্রতিনিধি:

আজ ৩০ ইং জুলাই রোজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেল প্রফেসর ড. মোঃ শামছুল আলমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরদ্বয় ও ডীন (কামিল স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা) উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল পিএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফাজিল ও কামিল ডিগ্রিকে স্বীকৃত যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানান। একইসঙ্গে, ফাজিল ও কামিল স্তরে পাঠ্য বিষয়সমূহের জন্য স্বতন্ত্র বিষয় কোড বরাদ্দ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

প্রতিনিধিদলের পক্ষ থেকে আরও জানানো হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে কয়েক হাজার মাদরাসা রয়েছে, যেখানে ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করছেন। অথচ, বর্তমান নিয়োগপদ্ধতিতে এসব ডিগ্রির স্বীকৃতি না থাকায় তারা পিছিয়ে পড়ছেন। তাই চাকরির আবেদন ফরমে ডিগ্রির স্বীকৃতি এবং পৃথক বিষয় কোড সংযুক্তির দাবিটি সময়োপযোগী ও যৌক্তিক।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও প্রস্তাব দেওয়া হয়, ইসলামি শিক্ষা ব্যবস্থাকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় পিএসসি পরীক্ষাসমূহেও ধর্মতত্ত্ব শিক্ষার্থীদের জন্য যথোপযুক্ত স্থান তৈরি হওয়া উচিত।

পিএসসি চেয়ারম্যান মহোদয় অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতিনিধিদলের বক্তব্য শোনেন এবং উত্থাপিত দাবিসমূহ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন

ইআবি ডিগ্রির স্বীকৃতি না থাকায় শিক্ষার্থীরা বঞ্চিত: পিএসসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা

আপডেট সময় : ০৩:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

মোঃ আরিফুল ইসলাম,ঢাকা আলিয়া প্রতিনিধি:

আজ ৩০ ইং জুলাই রোজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেল প্রফেসর ড. মোঃ শামছুল আলমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরদ্বয় ও ডীন (কামিল স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা) উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল পিএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফাজিল ও কামিল ডিগ্রিকে স্বীকৃত যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানান। একইসঙ্গে, ফাজিল ও কামিল স্তরে পাঠ্য বিষয়সমূহের জন্য স্বতন্ত্র বিষয় কোড বরাদ্দ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

প্রতিনিধিদলের পক্ষ থেকে আরও জানানো হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে কয়েক হাজার মাদরাসা রয়েছে, যেখানে ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করছেন। অথচ, বর্তমান নিয়োগপদ্ধতিতে এসব ডিগ্রির স্বীকৃতি না থাকায় তারা পিছিয়ে পড়ছেন। তাই চাকরির আবেদন ফরমে ডিগ্রির স্বীকৃতি এবং পৃথক বিষয় কোড সংযুক্তির দাবিটি সময়োপযোগী ও যৌক্তিক।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও প্রস্তাব দেওয়া হয়, ইসলামি শিক্ষা ব্যবস্থাকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় পিএসসি পরীক্ষাসমূহেও ধর্মতত্ত্ব শিক্ষার্থীদের জন্য যথোপযুক্ত স্থান তৈরি হওয়া উচিত।

পিএসসি চেয়ারম্যান মহোদয় অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতিনিধিদলের বক্তব্য শোনেন এবং উত্থাপিত দাবিসমূহ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এমএস