কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ নতুনভাবে মেটা এআই প্রযুক্তি ব্যবহার করে চ্যাটবটের মাধ্যমে ম্যাসেজ সারসংক্ষেপ দেখার সুবিধা চালু করেছে। এতে ব্যস্ত ব্যবহারকারীরা অপরিচিতদের পাঠানো বার্তা না পড়েও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যা বেশ জনপ্রিয়তা পেয়েছে ব্যাবহারকারিদের মাঝে। যদিও এই ‘এআই মেসেজ সামারি’ সুবিধাটি আপাতত শুধুমাত্র যুক্তরাষ্ট্রে চালু আছে।
এছাড়া হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে বড় ব্যবসাগুলোর জন্য ভয়েস কল ও ভয়েস বার্তার সুযোগ বাড়ানো হয়েছিল কিছুদিন আগে। ভবিষ্যতে এআই ভয়েস এজেন্ট যুক্ত করে স্বয়ংক্রিয় গ্রাহকসেবাও দেওয়া যাবে বলে জানা যায়।
এসব সুবিধার পর এবার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন একটি ফিচার। এখন থেকে গ্রুপ চ্যাটে একাধিক সদস্য একসঙ্গে টাইপ করলে, সেটি চ্যাটে না ঢুকলেও বোঝা যাবে। নতুন এই সুবিধার ফলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন, কোন সময়ে কতজন সদস্য একসঙ্গে বার্তা লিখছেন।
হোয়াটসঅ্যাপের পরীক্ষামূলক সংস্করণ নিয়ে কাজ করা প্রযুক্তিবিষয়ক সাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সর্বশেষ বিটা সংস্করণে (২.২৫.২০.১৭) এই ফিচারটি দেখা যাচ্ছে।
আগে, গ্রুপে কেউ বার্তা টাইপ করলে চ্যাট তালিকায় শুধু একজন অংশগ্রহণকারীর নাম দেখাত। অন্য কেউ একই সময়ে বার্তা টাইপ করলেও তা বোঝা যেত না যতক্ষণ না ব্যবহারকারী চ্যাট খুলতেন।
নতুন ফিচারে এবার এই সমস্যার সমাধান হয়েছে। এখন চ্যাট তালিকায় লেখা থাকবে। যেমন- ‘২ জন টাইপ করছে’ কিংবা ‘৩ জন টাইপ করছে’। এতে করে চ্যাটে ঢুকতেই হবে না, বাইরে থেকেই জানা যাবে গ্রুপে আলোচনায় কে বা কারা সক্রিয় আছেন।
তবে এই সুবিধাটি কেবল বার্তা টাইপ করার ক্ষেত্রেই প্রযোজ্য। যদি একাধিক সদস্য একসঙ্গে ভয়েস বার্তা রেকর্ড করেন, তাহলে এখনো শুধু একজনের নামই দেখা যাবে।
গ্রুপে আলোচনার স্বচ্ছতা ও গতিশীলতা বাড়াতে হোয়াটসঅ্যাপের এই ছোট কিন্তু কার্যকরী পরিবর্তনটি ইতোমধ্যেই প্রশংসিত হচ্ছে। পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও, ভবিষ্যতে সব ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হতে পারে।
এই ফিচারটি সম্পর্কে আপনি কী ভাবছেন? গ্রুপ চ্যাটে এটি কেমন কাজে আসবে বলে মনে করেন? চাইলে নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আমাদের সবাইকে।
কেকে