মো:মীর মারুফ তাসিন,কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “নতুন-পুরাতন কোনো ফ্যাসিবাদকে ছাড় দেওয়া হবে না। দেশবাসীকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যুব সমাজকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। বুকের রক্ত দিয়ে যারা বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গেছেন, সেই রক্তের সঙ্গে কোনো বেইমানি হতে দেব না। রক্তের পবিত্র ঋণ আমরা শোধ করতে চাই, যেন জাতিকে আর কখনো এভাবে রক্ত দিতে না হয়।”
তিনি ৫ জুন শনিবার সকালে কুমিল্লা মহানগরীর পদুয়ারবাজার বিশ্বরোড ও আলেখারচর এলাকায় জামায়াত আয়োজিত পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না। আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি না, দেশের ভবিষ্যৎ সেটির উপর নির্ভর করছে। রাজনীতির নামে লুটপাট ও অপকর্মের দৃশ্য আমরা স্পষ্ট দেখছি। সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলতে চাই—সাবধান হোন, নিজেদের সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলাবে ইনশাআল্লাহ।”
পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। পরিচালনা করেন মহানগরীর সেক্রেটারী মাহবুবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণের আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাজাহান, কুমিল্লা উত্তর জেলার আমীর অধ্যাপক আব্দুল মতিন।
এছাড়াও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুহাম্মদ মাহফুজুর রহমান, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।