ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নারী সংস্কার কমিশনের সুপারিশমালা বাতিলের দাবীতে জয়পুরহাটে গোলটেবিল বৈঠক

ছবি : সংগৃহীত

গোলাম রব্বানী, জয়পুরহাট প্রতিনিধিঃ

উত্তরবঙ্গ নারী জাগরণ মঞ্চ জয়পুরহাট জেলা শাখা আয়োজিত জয়পুরহাট প্রেসক্লাবে বুধবার বিকেল ৩ টায় বাংলাদেশের মুসলিম সমাজের প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতা বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলা সভানেত্রী নাজনীন নাহার এর সভাপতিত্বে ও সেক্রেটারী সাবেকুন নাহার এর সঞ্চালনায় আরও প্রোগ্রামে উপস্থিত ছিলেন শাহনাজ পারভীন, তাহরীমা কামরুন,আকরিমা ও লায়লাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় অর্ধশত নারীনেত্রী।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে যে প্রতিবেদন ও সুপারিশমালা জমা দেওয়া হয়েছে, তা দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত হানে। এটি নারী উন্নয়নের নামে একটি মতাদর্শিক ও পশ্চিমা অনুকরণ ভিত্তিক আগ্রাসন ছাড়া অন্য কিছু নয়। 

তারা বলেন, নারী সংস্কার কমিশনের মাধ্যমে গুটিকয়েক মানুষের ব্যক্তিগত মতবাদ এদেশের সব মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যা বাঙালীর কৃষ্টি কালচার ও সামাজিক রীতিনীতির বিপরীত।

তারা আরও বলেন, এখানে নারী কমিশন স্বাধীনতার নামে যে প্রস্তাবণা দিয়েছেন এতে আমাদের পরিবারিক-সামাজিক কলহ আরও বাড়বে। তারা এখানে সাম্য প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকে নারী-পুরুষের কিছু পার্থক্য রয়েছে। একজন নারীও পুরুষের ক্যারেক্টরিস্ট আলাদা। পুরুষের এমন কিছু ক্যারেক্টরিস্ট আছে যা নারীকে দেয়া হয়নি, আবার নারীর কিছু ক্যারেক্টরিস্ট আছে যা পুরুষকে দেয়া হয়নি। এ ক্যারেক্টরিস্টকে অগ্রাহ্য করে তারা ভিন্ন যুক্তি দাঁড় করাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের নিকট আমরা এ নারী সংস্কার কমিশন বাতিলের দাবী জানাচ্ছি।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নারী সংস্কার কমিশনের সুপারিশমালা বাতিলের দাবীতে জয়পুরহাটে গোলটেবিল বৈঠক

আপডেট সময় : ১০:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

গোলাম রব্বানী, জয়পুরহাট প্রতিনিধিঃ

উত্তরবঙ্গ নারী জাগরণ মঞ্চ জয়পুরহাট জেলা শাখা আয়োজিত জয়পুরহাট প্রেসক্লাবে বুধবার বিকেল ৩ টায় বাংলাদেশের মুসলিম সমাজের প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতা বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলা সভানেত্রী নাজনীন নাহার এর সভাপতিত্বে ও সেক্রেটারী সাবেকুন নাহার এর সঞ্চালনায় আরও প্রোগ্রামে উপস্থিত ছিলেন শাহনাজ পারভীন, তাহরীমা কামরুন,আকরিমা ও লায়লাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় অর্ধশত নারীনেত্রী।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে যে প্রতিবেদন ও সুপারিশমালা জমা দেওয়া হয়েছে, তা দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত হানে। এটি নারী উন্নয়নের নামে একটি মতাদর্শিক ও পশ্চিমা অনুকরণ ভিত্তিক আগ্রাসন ছাড়া অন্য কিছু নয়। 

তারা বলেন, নারী সংস্কার কমিশনের মাধ্যমে গুটিকয়েক মানুষের ব্যক্তিগত মতবাদ এদেশের সব মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যা বাঙালীর কৃষ্টি কালচার ও সামাজিক রীতিনীতির বিপরীত।

তারা আরও বলেন, এখানে নারী কমিশন স্বাধীনতার নামে যে প্রস্তাবণা দিয়েছেন এতে আমাদের পরিবারিক-সামাজিক কলহ আরও বাড়বে। তারা এখানে সাম্য প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকে নারী-পুরুষের কিছু পার্থক্য রয়েছে। একজন নারীও পুরুষের ক্যারেক্টরিস্ট আলাদা। পুরুষের এমন কিছু ক্যারেক্টরিস্ট আছে যা নারীকে দেয়া হয়নি, আবার নারীর কিছু ক্যারেক্টরিস্ট আছে যা পুরুষকে দেয়া হয়নি। এ ক্যারেক্টরিস্টকে অগ্রাহ্য করে তারা ভিন্ন যুক্তি দাঁড় করাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের নিকট আমরা এ নারী সংস্কার কমিশন বাতিলের দাবী জানাচ্ছি।

এমএস