ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আহ্বান জানাল ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধাপরাধের কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এবার তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইসরাইল। একইসঙ্গে, ফিলিস্তিনি ভূখণ্ডে কথিত যুদ্ধাপরাধ তদন্তের প্রক্রিয়াও স্থগিত রাখার অনুরোধ করেছে দেশটি। টাইমস অব ইসরাইলের খবর।

রোববার রাতে আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত একাধিক নথিতে এ তথ্য উঠে এসেছে। নথিগুলোতে দেখা যায়, ৯ মে ইসরাইলের উপ অ্যাটর্নি জেনারেল গিলাদ নোয়াম স্বাক্ষরিত একটি আবেদনে আদালতের বিচারকদের প্রতি গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের এবং তদন্ত বন্ধের নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

২০২৩ সালের ২১ নভেম্বর গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। একই দিনে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে দেইফের মৃত্যুর ব্যাপারে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ায় তার পরোয়ানা পরবর্তীতে বাতিল করা হয়।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইসরাইল হেগ-ভিত্তিক এই আদালতের এখতিয়ার স্বীকার করে না এবং গাজায় যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করে। এর আগে, এপ্রিল মাসে আইসিসির আপিল বিভাগ আদেশ দেয় যে, প্রি-ট্রায়াল চেম্বারের বিচারকদের ইসরাইলের আপত্তিগুলো— বিশেষ করে আদালতের এখতিয়ার ও গ্রেফতারি পরোয়ানার বৈধতা পর্যালোচনা করতে হবে।

তবে এই পর্যালোচনার জন্য এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি এবং ইসরাইলের আবেদন বিবেচনার প্রক্রিয়া কীভাবে চলবে তাও এখনও স্পষ্ট নয়।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আহ্বান জানাল ইসরাইল

আপডেট সময় : ১০:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

গাজায় যুদ্ধাপরাধের কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এবার তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইসরাইল। একইসঙ্গে, ফিলিস্তিনি ভূখণ্ডে কথিত যুদ্ধাপরাধ তদন্তের প্রক্রিয়াও স্থগিত রাখার অনুরোধ করেছে দেশটি। টাইমস অব ইসরাইলের খবর।

রোববার রাতে আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত একাধিক নথিতে এ তথ্য উঠে এসেছে। নথিগুলোতে দেখা যায়, ৯ মে ইসরাইলের উপ অ্যাটর্নি জেনারেল গিলাদ নোয়াম স্বাক্ষরিত একটি আবেদনে আদালতের বিচারকদের প্রতি গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের এবং তদন্ত বন্ধের নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

২০২৩ সালের ২১ নভেম্বর গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। একই দিনে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে দেইফের মৃত্যুর ব্যাপারে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ায় তার পরোয়ানা পরবর্তীতে বাতিল করা হয়।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইসরাইল হেগ-ভিত্তিক এই আদালতের এখতিয়ার স্বীকার করে না এবং গাজায় যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করে। এর আগে, এপ্রিল মাসে আইসিসির আপিল বিভাগ আদেশ দেয় যে, প্রি-ট্রায়াল চেম্বারের বিচারকদের ইসরাইলের আপত্তিগুলো— বিশেষ করে আদালতের এখতিয়ার ও গ্রেফতারি পরোয়ানার বৈধতা পর্যালোচনা করতে হবে।

তবে এই পর্যালোচনার জন্য এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি এবং ইসরাইলের আবেদন বিবেচনার প্রক্রিয়া কীভাবে চলবে তাও এখনও স্পষ্ট নয়।

কেকে