রুবেল হাসান,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
শাজাহানপুরে দক্ষিণপারতেখুর উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় ০৫ প্রার্থীর কেউ পাস না করায়,নিয়োগ পরিক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে।এ নিয়ে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলে মধ্যে হতাশ ও চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ শনিবার (১০ মে) সকাল ১০টায় দক্ষিণপারতেখুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দক্ষিণপারতেখুর উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রধান শিক্ষক সন্তোষ কুমার দেবনাথ অবসর গ্রহণ করায় প্রধান শিক্ষকের পদটি শূন্য হয়। পরে এরই প্রেক্ষিতে (১০ মে) আগ্রহী প্রার্থীরা এ নিয়োগ পরীক্ষায় অংশ নেন। তবে এতে কেউ কৃতকার্য হননি।
এ বিষয়ে প্রধান শিক্ষক নিয়োগে ডিজির প্রতিনিধি ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাহিয়ান মুনসীফ বলেন,দক্ষিণপারতেখুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় ০৫ প্রার্থী অংশ গ্রহণ করেন তবে পরীক্ষায় কেউ উত্তীর্ণ হতে না পারেনি। এটি বাতিল করা হয়েছে পরবর্তীতে প্রধান শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি আকারে করে প্রকাশ করা হবে।
এমএস