মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধি:
আজ বুধবার (৭ মে) সকালে শহরের কান্দিভিটা এলাকায় কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠে প্রশাসনের পক্ষ থেকে সালাম আদায় করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। এ সময় নাটোরের মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মিরা সহ সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে শহরের গাড়ীখানা কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
নবীউর রহমান পিপলু দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সার ও বোনম্যারো রোগে ভুগছিলেন। মঙ্গলবার ঢাকার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ১৯৫৭ সালের ১০ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন ও দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এমএস