রুবেল হাসান,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া শাজাহানপুরে নয়মাইল যুব সমাজের উদ্যোগে ড্রেনেজ ব্যবস্থা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে) বিকেল ৫ টায় নয়মাইল বন্দরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ম্যানেজার ও সংগঠক আখতারুজ্জামান, ইউপি সদস্য তাইজুল ইসলাম, আল খায়ের ট্যুরস এন্ড ট্রেভেলস স্বত্বাধিকারী আবুল খায়ের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আশরাফুল মান্নান, ইব্রাহিম হোসেন, যুবনেতা রাসেল, ব্যবসায়ী নুর আলমসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তরা, অতিদ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য নয়মাইল বন্দর থেকে সিপি কোম্পানি পর্যন্ত ড্রেন নির্মাণ করার জোর দাবি জানান।
এমএস