সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহে ফিলিস্তিনি মজলুম মানুষের মুক্তি ও ইসরাইলী আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতাসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মিছিল থেকে নারায়ে তাকবির, আল্লাহু আকবার। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো। বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে। ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে। আমার ভাই মরলো কেন, জাতিসংঘ জবাব দে। বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন মুক্ত করো। ফিলিস্তিনি পণ্য, বয়কট করো করতে হবে ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সোমবার সকাল ১১ টায় এবং যোহরের নামাজের পর পৃথক দুটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়। সেখানে পৃথক দুটি বিক্ষোভ সমাবেশ করেন তারা।
পায়রা চত্বরে সমাবেশ থেকে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে জাতিসংঘ এবং ওআইসি’র নিকট যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। যেসব বিশ্বনেতারা বিশ্বব্যাপী মানবতার কথা বলে বেড়ান, আজ তারা মুখে কুলুপ এঁটে বসে আছেন কেন। আমরা বাংলাদেশে সকল প্রকার ইসরাইলী পণ্য বয়কট ঘোষণা করছি। সকল ব্যবসায়ী ভাইদের বলছি আপনারা ইসরাইলী পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকুন। সমাবেশ থেকে সামনে আরো কঠোর কর্মসূচি দেয়ার কথা ব্যক্ত করেন বক্তারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে ইসরাইলী আগ্রাসন ও বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে আসরের নামাজের পর আরো একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
এমএস