ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের তৃতীয় দিনে আসছে সিরিয়াল নাটক “সুভাশিনী”

ছবি : সংগৃহীত

“বাংলাদেশের ছোট ছোট গ্রামে, যেখানে একজন বিধবা নারীকে সমাজের ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়, সেখান থেকে উঠে আসে এক গল্প। এটি এমন একটি গল্প, যেখানে কেবল একজন নারী নয়, বরং একটি পরিবারের সংগ্রামের প্রতিচ্ছবি। ‘সুভাশিনী’—একজন নারীর সাহসী যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপের সাথে থাকে একটি নতুন চ্যালেঞ্জ, আর একটি করে নতুন জয়।”

পরিচালক আকাশ আচার্য্য বলেন, আগে অনেক সিনেমা নির্মান করেছি। এখন ইউটিউব চ্যানেল এর নাটক নিয়ে ব্যস্ত থাকি। কারন আমাদের দেশে এখন দুই ঈদ ব্যাতিত বাংলা সিনেমা চলে না।তাই নিজের মনের ক্ষুধা মেটানোর জন্য নাটক নিয়ে ব্যস্ত আছি। আমার সুভাশিনী ১০০ পর্বের। আপনারা সবাই দোয়া করবেন সুভাশিনীর জন্য।

এদিকে “সুভাশিনী, এক বিধবা নারী। সমাজ তাকে অন্য চোখে দেখে, কিন্তু তার মনের অদম্য শক্তি তাকে এগিয়ে নিয়ে যায়। একটি জীবনের সংগ্রাম, যেখানে তার হার না মানা ইচ্ছা তাকে প্রতিদিন নতুন করে শক্তি দেয়। এই গল্প শুধু তার নয়, বরং প্রতিটি নারীর, যারা নিজের সম্মান, সুখ, এবং ভালোবাসা খুঁজে পেতে সংগ্রাম করে।”

“তবে, সুভাশিনী কখনো হার মানে না। সে জানে, তার জীবনটাই আসলে একটি লড়াই, আর সে প্রতিদিন সেই লড়াইয়ের মাধ্যমে নতুন কিছু শিখছে, নতুন কিছু অর্জন করছে। এই গল্পের মাঝে প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত তার শক্তি, তার আত্মবিশ্বাস, আর তার ভালোবাসার গল্প।”

” সুভাশিনী ” চরিত্রের সোমা আচার্য্য বলেন, আমি  একজন অভিনেত্রী অভিনয় আমার পেশা নেশা। অভিনয় আমার জীবন। যতদিন বেঁচে থাকবো নাটক চলচ্চিত্র মঞ্চ নিয়ে বাঁচতে চাই। সুভাষিনী নাটক ১০০ পর্বের। সুবাসিনী চরিত্রে আমি অভিনয় করেছি জানিনা দর্শকদের কতটুকু দিতে পারব। তবে চেষ্টা করেছি সবটুকু দেওয়ার। আশা করি আমার দর্শকরা সুবাসিনী দেখে মুগ্ধ হবে। আমি সোমা আচার্য্য অভিনয়ের কাজ নিয়ে বেঁচে থাকতে চাই। মৃত্যু যেন শুটিং স্পটে ই হয় এটাই আমার আশা। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছে এটাই আমার চাওয়া।

সোমা আচার্য্য আরো বলেন “প্রতিটি পর্বে সুভাশিনী তার নতুন নতুন সমস্যার সম্মুখীন হবে। তার গল্প হবে আমাদের সকলের গল্প। আর তাই, চোখ খুলে রাখুন, কারণ এই ঈদে আসছে ‘সুভাশিনী’, যেখানে প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছে নতুন এক অভিজ্ঞতা।”

এদিকে “‘সুভাশিনী’—প্রতিটি পর্ব, প্রতি সপ্তাহে, এক ঘন্টা ধরে আপনাদের সামনে আসবে। শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত, প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আপনাদের হৃদয়ে গেঁথে যাবে। তাই, চোখ রাখুন, আসছে ঈদে, রাত ৯:১৩ মিনিটে।”

নাটকটিতে সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা  করেছেন আকাশ আচার্য্য এবং কাহিনী সোমা আচার্য্য।অন্যদিক নাটকটিতে অভিনয় করেছেন রাসেল মিয়া, সোমাকাশ, হিমাদ্রি হিমু,অপসরা, রাকিবুল ইসলাম রাকিব,রকি, অঞ্জলী, মিঠুন, পলাশ ও সরল হাসমত। SAF এর YouTube channel আসছে ঈদের তৃতীয় দিন।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈদের তৃতীয় দিনে আসছে সিরিয়াল নাটক “সুভাশিনী”

আপডেট সময় : ০২:৫৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

“বাংলাদেশের ছোট ছোট গ্রামে, যেখানে একজন বিধবা নারীকে সমাজের ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়, সেখান থেকে উঠে আসে এক গল্প। এটি এমন একটি গল্প, যেখানে কেবল একজন নারী নয়, বরং একটি পরিবারের সংগ্রামের প্রতিচ্ছবি। ‘সুভাশিনী’—একজন নারীর সাহসী যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপের সাথে থাকে একটি নতুন চ্যালেঞ্জ, আর একটি করে নতুন জয়।”

পরিচালক আকাশ আচার্য্য বলেন, আগে অনেক সিনেমা নির্মান করেছি। এখন ইউটিউব চ্যানেল এর নাটক নিয়ে ব্যস্ত থাকি। কারন আমাদের দেশে এখন দুই ঈদ ব্যাতিত বাংলা সিনেমা চলে না।তাই নিজের মনের ক্ষুধা মেটানোর জন্য নাটক নিয়ে ব্যস্ত আছি। আমার সুভাশিনী ১০০ পর্বের। আপনারা সবাই দোয়া করবেন সুভাশিনীর জন্য।

এদিকে “সুভাশিনী, এক বিধবা নারী। সমাজ তাকে অন্য চোখে দেখে, কিন্তু তার মনের অদম্য শক্তি তাকে এগিয়ে নিয়ে যায়। একটি জীবনের সংগ্রাম, যেখানে তার হার না মানা ইচ্ছা তাকে প্রতিদিন নতুন করে শক্তি দেয়। এই গল্প শুধু তার নয়, বরং প্রতিটি নারীর, যারা নিজের সম্মান, সুখ, এবং ভালোবাসা খুঁজে পেতে সংগ্রাম করে।”

“তবে, সুভাশিনী কখনো হার মানে না। সে জানে, তার জীবনটাই আসলে একটি লড়াই, আর সে প্রতিদিন সেই লড়াইয়ের মাধ্যমে নতুন কিছু শিখছে, নতুন কিছু অর্জন করছে। এই গল্পের মাঝে প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত তার শক্তি, তার আত্মবিশ্বাস, আর তার ভালোবাসার গল্প।”

” সুভাশিনী ” চরিত্রের সোমা আচার্য্য বলেন, আমি  একজন অভিনেত্রী অভিনয় আমার পেশা নেশা। অভিনয় আমার জীবন। যতদিন বেঁচে থাকবো নাটক চলচ্চিত্র মঞ্চ নিয়ে বাঁচতে চাই। সুভাষিনী নাটক ১০০ পর্বের। সুবাসিনী চরিত্রে আমি অভিনয় করেছি জানিনা দর্শকদের কতটুকু দিতে পারব। তবে চেষ্টা করেছি সবটুকু দেওয়ার। আশা করি আমার দর্শকরা সুবাসিনী দেখে মুগ্ধ হবে। আমি সোমা আচার্য্য অভিনয়ের কাজ নিয়ে বেঁচে থাকতে চাই। মৃত্যু যেন শুটিং স্পটে ই হয় এটাই আমার আশা। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছে এটাই আমার চাওয়া।

সোমা আচার্য্য আরো বলেন “প্রতিটি পর্বে সুভাশিনী তার নতুন নতুন সমস্যার সম্মুখীন হবে। তার গল্প হবে আমাদের সকলের গল্প। আর তাই, চোখ খুলে রাখুন, কারণ এই ঈদে আসছে ‘সুভাশিনী’, যেখানে প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছে নতুন এক অভিজ্ঞতা।”

এদিকে “‘সুভাশিনী’—প্রতিটি পর্ব, প্রতি সপ্তাহে, এক ঘন্টা ধরে আপনাদের সামনে আসবে। শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত, প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আপনাদের হৃদয়ে গেঁথে যাবে। তাই, চোখ রাখুন, আসছে ঈদে, রাত ৯:১৩ মিনিটে।”

নাটকটিতে সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা  করেছেন আকাশ আচার্য্য এবং কাহিনী সোমা আচার্য্য।অন্যদিক নাটকটিতে অভিনয় করেছেন রাসেল মিয়া, সোমাকাশ, হিমাদ্রি হিমু,অপসরা, রাকিবুল ইসলাম রাকিব,রকি, অঞ্জলী, মিঠুন, পলাশ ও সরল হাসমত। SAF এর YouTube channel আসছে ঈদের তৃতীয় দিন।

এমএস