ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক কুমিল্লায় পিআর পদ্ধতিসহ ৫দফা দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ নোবিপ্রবিতে শীঘ্রই হচ্ছে ছাত্রদলের কমিটি, আলোচনায় জুলাই যোদ্ধা হাসিব ঐশ্বরিয়ার প্রথম পারিশ্রমিক কত ছিল?

গাজায় ক্যান্সার হাসপাতালে হামলায় ইসরাইলকে নিন্দা জানাল তুরস্ক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তুরস্কের নির্মিত একমাত্র ক্যান্সার হাসপাতাল গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল।তেল আবিবের এই ‘ইচ্ছাকৃত’ হামলার নিন্দা জানিয়েছে আঙ্কারা।

শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে ইসরাইলি ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানাই।’

ক্যান্সার হাসপাতালে হামলার কথা স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে তারা হাসপাতালটিকে হামাস যোদ্ধাদের ব্যবহার করা একটি নিষ্ক্রিয় হাসপাতাল হিসেবে বর্ণনা করে ‘সন্ত্রাসীদের ওপর হামলা’ চালানো হয়েছে বলে দাবি করেছে।

তুরস্কের অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে একজন সামরিক মুখপাত্র এএফপিকে বলেন, আজ (শুক্রবার) ভোরে, আইডিএফ (সামরিক বাহিনী) হামাসের একটি সন্ত্রাসী অবকাঠামোতে সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়েছে যা পূর্বে মধ্য গাজা উপত্যকায় একটি হাসপাতাল হিসেবে কাজ করত।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত মঙ্গলবার (১৮ মার্চ) থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের হামলা শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। এতে নিহত হন প্রায় ৭০০ ফিলিস্তিনি। আর আহত হয়েছেন শতাধিক।

শুক্রবার থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজার আরও গভীরে অগ্রসর হচ্ছে এবং হামাসের হাতে বন্দি অবশিষ্ট জিম্মিদের মুক্তি না পাওয়া পর্যন্ত আরও জমি দখলের প্রতিশ্রুতি দিয়েছে।

দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ’র কর্মকর্তারা বলেছেন, ইসরাইলি বোমা হামলার কারণে বাসিন্দারা বাধ্য হয়ে খোলা আকাশের নীচে থাকছেন, যা তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া কর্মীদের সুরক্ষার জন্য আশ্রয় শিবির নির্মাণ বন্ধ করে দিয়েছে কর্মকর্তারা।

ইসরাইল ইতোমধ্যে গাজার প্রায় ২০ লাখ ফিলিস্তিনিদের খাদ্য, জ্বালানি এবং মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করে দিয়েছে। তারা বলছে, হামাস ৫৯ জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলের নিয়ন্ত্রণ ছেড়ে না দেওয়া পর্যন্ত সামরিক অভিযান আরও বাড়বে।

আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে বলেছেন, ‘ইসরাইল গাজায় ক্রমবর্ধমান তীব্রতার সঙ্গে অভিযান চালাবে যতক্ষণ না হামাস জিম্মিদের মুক্তি দেয়। ’

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান

গাজায় ক্যান্সার হাসপাতালে হামলায় ইসরাইলকে নিন্দা জানাল তুরস্ক

আপডেট সময় : ০৫:০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তুরস্কের নির্মিত একমাত্র ক্যান্সার হাসপাতাল গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল।তেল আবিবের এই ‘ইচ্ছাকৃত’ হামলার নিন্দা জানিয়েছে আঙ্কারা।

শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে ইসরাইলি ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানাই।’

ক্যান্সার হাসপাতালে হামলার কথা স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে তারা হাসপাতালটিকে হামাস যোদ্ধাদের ব্যবহার করা একটি নিষ্ক্রিয় হাসপাতাল হিসেবে বর্ণনা করে ‘সন্ত্রাসীদের ওপর হামলা’ চালানো হয়েছে বলে দাবি করেছে।

তুরস্কের অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে একজন সামরিক মুখপাত্র এএফপিকে বলেন, আজ (শুক্রবার) ভোরে, আইডিএফ (সামরিক বাহিনী) হামাসের একটি সন্ত্রাসী অবকাঠামোতে সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়েছে যা পূর্বে মধ্য গাজা উপত্যকায় একটি হাসপাতাল হিসেবে কাজ করত।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত মঙ্গলবার (১৮ মার্চ) থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের হামলা শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। এতে নিহত হন প্রায় ৭০০ ফিলিস্তিনি। আর আহত হয়েছেন শতাধিক।

শুক্রবার থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজার আরও গভীরে অগ্রসর হচ্ছে এবং হামাসের হাতে বন্দি অবশিষ্ট জিম্মিদের মুক্তি না পাওয়া পর্যন্ত আরও জমি দখলের প্রতিশ্রুতি দিয়েছে।

দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ’র কর্মকর্তারা বলেছেন, ইসরাইলি বোমা হামলার কারণে বাসিন্দারা বাধ্য হয়ে খোলা আকাশের নীচে থাকছেন, যা তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া কর্মীদের সুরক্ষার জন্য আশ্রয় শিবির নির্মাণ বন্ধ করে দিয়েছে কর্মকর্তারা।

ইসরাইল ইতোমধ্যে গাজার প্রায় ২০ লাখ ফিলিস্তিনিদের খাদ্য, জ্বালানি এবং মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করে দিয়েছে। তারা বলছে, হামাস ৫৯ জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলের নিয়ন্ত্রণ ছেড়ে না দেওয়া পর্যন্ত সামরিক অভিযান আরও বাড়বে।

আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে বলেছেন, ‘ইসরাইল গাজায় ক্রমবর্ধমান তীব্রতার সঙ্গে অভিযান চালাবে যতক্ষণ না হামাস জিম্মিদের মুক্তি দেয়। ’

কেকে