মোঃ মোমতাজুর রহমান,রৌমারী উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে Child, Not Bride (CNB) প্রকল্প RDRS Bangladesh ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (MJSKS) এর আয়োজনে RDRS Bangladesh (কুড়িগ্রাম জেলা) প্রশিক্ষণ কক্ষে, বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় পর্যায়ে সংলাপে অবদান রাখতে জেলা যুব প্লাটফর্ম ও গার্লস গেট ইক্যুয়াল কমিটির সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে মোঃ মোমতাজুর রহমান বিপ্লব এর উপস্থাপনায় কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার প্রতিনিধিরা স্ব-স্ব উপজেলার অগ্রগতি তুলে ধরেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার যুব প্রতিনিধিদের পাশাপাশি কুড়িগ্রাম জেলা ব্রেভ গার্লস কমিটির সভাপতি মোছাঃ জোসনা খাতুন, RDRS Bangladesh CNB Project (SRHR )গার্লস আউট লাউট মডারেটর মোছাঃ শিউলি আক্তার শিমু,এফ এফ মোঃ শোয়েব মিয়া ও রোশনা খাতুন রোমানা সহ আরও অনেকে।
এসময় বক্তব্য রাখেন CNB Project এর টেকনিক্যাল অফিসার মোঃ ইলিয়াস আলী, ফারজানা চৌধুরী তন্নী, মোঃ আব্দুল মমিন হোসাইন, কুড়িগ্রাম জেলা RTV স্টাফ রিপোর্টার জনাব খন্দকার একরামুল হক সম্রাট ও My TV কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জনাব এস এম আশরাফুল হক রুবেল । আলোচনায় বক্তারা জাতীয় পর্যায়ে সংলাপে অবদান রাখতে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরেন।
শেষাংশে কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রৌমারী এবং রাজিবপুর উপজেলা যুব প্লাটফর্ম এর নির্বাচন, উপজেলা ভিত্তিক অগ্রগতি গ্রুপ সহ মিডিয়ায় প্রকাশ, গার্লস লিডারশিপ সামিট ২০২৫ প্রস্তুতি গ্রহণ, ঈদের দুদিন আগ থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার যুব প্লাটফর্ম, জেলা যুব প্লাটফর্ম ও জেলা ব্রেভ গার্লস কমিটির রেজিস্ট্রেশন সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
এমএস