মীর মারুফ তাসিন,কুমিল্লা জেলা প্রতিনিধি:
প্রতিবছরের মতো এবারও কুমিল্লার ঈদবাজার পরিণত হয়েছে ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলায়। ঈদুল ফিতরকে কেন্দ্র করে শহরের বাজারগুলোতে চলছে কেনাকাটার ধুম। শপিং মল, মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লেগেই আছে। কুমিল্লার সাত্তার খাঁন ,খন্দকার হক টাউওয়ার, এস আর প্লানেট, ইষ্টান ইয়াকুব প্লাজা , মার্কেটগুলোতে দেখা যাচ্ছে ঈদের বিশেষ আয়োজন।
এখানে রয়েছে দেশি-বিদেশি পোশাক, জুয়েলারি, কসমেটিকস, জুতা, পারফিউমসহ নানা ধরনের পণ্যের সমাহার। ঈদ বাজারের কেনাকাটায় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তরুণ-তরুণী ও শিশুদের। তারা নিজেদের পছন্দের পোশাক ও জুতা কিনতে ব্যস্ত। বিক্রেতারা বলছেন, এবার বিক্রি ভালো হচ্ছে এবং তারা আশাবাদী ঈদের আগের দিনগুলোতে আরও বেশি বেচাকেনা হবে। বিভিন্ন মার্কেট ও ব্র্যান্ডেড দোকানগুলোতে রয়েছে ঈদ উপলক্ষে বিশেষ ছাড় ও অফার। অনেক ব্যবসায়ী ক্রেতাদের আকৃষ্ট করতে দিচ্ছেন ‘বাই ওয়ান, গেট ওয়ান’ অফার।
তবে কিছু ক্রেতা অভিযোগ করেছেন, কিছু পণ্যের দাম তুলনামূলক বেশি। বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা মেট্রোপলিটন পুলিশ বিশেষ নজরদারি চালাচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। কুমিল্লার জেলা প্রশাসক বলেন, “ঈদবাজারকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তিদায়ক কেনাকাটার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।” জেলা পুলিশ সুপার বলেন, “ঈদবাজারে আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রেতারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য আমাদের পুলিশ সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।”
বাজারের এক বিক্রেতা বলেন, “এবারের ঈদবাজারে ক্রেতাদের আগ্রহ বেশ ভালো। আমরা চেষ্টা করছি সবার সাধ্যের মধ্যে মানসম্মত পণ্য দিতে। তবে কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের একটু সমস্যা হচ্ছে, কিন্তু তবুও তারা উৎসাহের সঙ্গে কেনাকাটা করছেন।” কুমিল্লার ঈদবাজার এখন উৎসবের আবহে জমজমাট। ক্রেতা-বিক্রেতাদের আনন্দমুখর উপস্থিতিতে বাজার যেন এক উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কেনাকাটার ব্যস্ততা।
এমএস