মোঃ মোমতাজুর রহমান,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে ছিনাই ফেডারেশন মাঠে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, শতভাগ শিশুর জন্ম নিবন্ধন ও বিবাহ রেজিস্ট্রেশন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা হতে বাল্যবিবাহ ও জোড় পূর্বক শিশু বিবাহ কমিয়ে আনার লক্ষ্যে “নরওয়েজিয়ান ব্রডকাস্টিং সেন্টার এন আর কে টেলিথন” ও প্লান ইন্টারনেশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় RDRS Bangladesh এর বাস্তবায়নাধীন প্রকল্প Child, Not Bride (CNB ) ও ছিনাই ইউনিয়ন যুব সংগঠনের সহোযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয় ।
যুব সংগঠনের সদস্যবৃন্দ, গণ্যমান্য, কিশোর-কিশোরী, শিক্ষার্থী সহ উপস্থিত ছিলেন ছিনাই ফেডারেশন সভাপতি জনাব মোঃ সাইদুর রহমান,ইউ পি সদস্য জনাব মোঃ মোশারফ হোসেন,পনেরো বাড়ী জামে মসজিদের খতিব জনাব এইচ এম হামিদুল ইসলাম বেলাল, ফেডারেশন সদস্য ময়েন উদ্দিন, CNB Project এর এফ এফ বিবিজান খাতুন মুক্তা এবং ছিনাই ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি জনাব মোঃ আসাদুল্লাহ আল মামুন সহ আরও অনেকে।
এসময় ঝুঁকিপূর্ণ কিশোরীদের মাঝে ন্যাপকিন ও শিক্ষা উপকরণ ও শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ধারা সম্বলিত লিফলেট বিতরণের পাশাপাশি বক্তারা বিভিন্ন সামাজিক ঝূঁকিমুক্ত টেকশই আধুনিক কুড়িগ্রাম গড়ার প্রতি গুরুত্বারোপ করেন।
এমএস