ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঠাকুরগাঁওয়ে ঈমাম হত‍্যা বিচারের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে মসজিদের ইমাম মো: খায়রুল ইসলাম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ চৌরাস্তায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে অংশ নেন ৫ শতাধিক মানুষ।

মানববন্ধনে প্রতিবেশীরা বলেন, ইমাম খায়রুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের এক সাপ্তাহ হয়ে গেলো এখনো আমরা বিচারের কোনো অগ্রগতি দেখছি না। পুলিশ-প্রশাসন কেন অপরাধীদের ধরছে না। কার ইশারায় খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের কাছে আমরা জবাব চাই। অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলনে নামা হবে। এসময় হত্যার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নিহতের স্বজনরা বলেন, সুস্থসবল একটি মানুষ রাতে বাড়ি থেকে বের হলো। আর সকালে আমরা তার মরদেহ ভুট্রা খেতে দেখলাম। কে করলো এই হত্যাকাণ্ড। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ-প্রশাসনের কোন ভুমিকা দেখছি না আমরা৷ শামসুদ্দিনের বিচার চাই আমরা। কেননা সেদিন রাতে খায়রুল ইসলামকে রাতে ডেকে নিয়ে আসছে। প্রশাসন কেন তাকে গ্রেফতার করছে না। তাকে গ্রেপ্তার করলে হত্যার মুল রহস্য বেড়িয়ে আসবে। এ সময় বিক্ষুব্ধ জনতা বালিয়াডাঙ্গী-রানীশংকৈল সড়ক অবরোধ করে রাখে।

উল্লেখ্য: গত শনিবার (১ মার্চ) সকালে রাণীশংকৈলে উপজেলার দুর্লভপুর বামন বাড়ি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় মসজিদের ইমামের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত খায়রুল ইসলাম মসজিদের ইমামতির পাশাপাশি বামন বাড়িতে শামসুদ্দিনের মিলচাতালের নৈশ প্রহরীর কাজ করছিলেন।

এবিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের পুলিশ গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

ঠাকুরগাঁওয়ে ঈমাম হত‍্যা বিচারের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

আপডেট সময় : ০৯:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

ঠাকুরগাঁওয়ে মসজিদের ইমাম মো: খায়রুল ইসলাম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ চৌরাস্তায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে অংশ নেন ৫ শতাধিক মানুষ।

মানববন্ধনে প্রতিবেশীরা বলেন, ইমাম খায়রুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের এক সাপ্তাহ হয়ে গেলো এখনো আমরা বিচারের কোনো অগ্রগতি দেখছি না। পুলিশ-প্রশাসন কেন অপরাধীদের ধরছে না। কার ইশারায় খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের কাছে আমরা জবাব চাই। অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলনে নামা হবে। এসময় হত্যার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নিহতের স্বজনরা বলেন, সুস্থসবল একটি মানুষ রাতে বাড়ি থেকে বের হলো। আর সকালে আমরা তার মরদেহ ভুট্রা খেতে দেখলাম। কে করলো এই হত্যাকাণ্ড। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ-প্রশাসনের কোন ভুমিকা দেখছি না আমরা৷ শামসুদ্দিনের বিচার চাই আমরা। কেননা সেদিন রাতে খায়রুল ইসলামকে রাতে ডেকে নিয়ে আসছে। প্রশাসন কেন তাকে গ্রেফতার করছে না। তাকে গ্রেপ্তার করলে হত্যার মুল রহস্য বেড়িয়ে আসবে। এ সময় বিক্ষুব্ধ জনতা বালিয়াডাঙ্গী-রানীশংকৈল সড়ক অবরোধ করে রাখে।

উল্লেখ্য: গত শনিবার (১ মার্চ) সকালে রাণীশংকৈলে উপজেলার দুর্লভপুর বামন বাড়ি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় মসজিদের ইমামের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত খায়রুল ইসলাম মসজিদের ইমামতির পাশাপাশি বামন বাড়িতে শামসুদ্দিনের মিলচাতালের নৈশ প্রহরীর কাজ করছিলেন।

এবিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের পুলিশ গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

এমএস