ঢাকা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তজুমুদ্দিন উপজেলায় প্রাইমারি স্কুলের নিয়োগ বানিজ্যের সহযোগী সামিয়া গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোঃ মিজানুর রহমান,ভোলা জেলা প্রতিনিধি:

ভোলা জেলাধীন তজুমুদ্দিন উপজেলা প্রাইমারি স্কুলের নিয়োগ বানিজ্যের কারী তিন প্রতারক মোর্শেদ ও হেমায়েত এবং ইব্রাহিম প্রাইমারি স্কুলে চাকরিতে টিকিয়ে দিবে বলে দীর্ঘ কয়েক বছর যাবত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে এলাকাবাসী সুত্রে জানা যায়। তাদের তিন ভাই এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

তিন প্রতারকের একজন ইব্রাহিম খন্দকার এর বিরুদ্ধে চরফ্যাশন থানায় সি আর ৪৯৩/৪৯৮ দুই টা মামলা রয়েছে। তার সহযোগী স্ত্রী সামিয়া আফরোজ অনুর মাধ্যমে বিভিন্ন মানুষের প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ পাওয়া গেছে। এবং সামিয়া আফরোজ অনুর নামে রুপালী ব্যাংক তজুমুদ্দিন শাখায় একাউন্টে নিয়োগ বানিজ্যের টাকা আদান প্রদান করতেন বলে প্রমাণ পাওয়া গেছে। সামিয়া আফরোজ অনুর চরফ্যাশন উপজেলা মিজানুর রহমান এর কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে ২২৫০০০( দুই লক্ষ পচিঁশ হাজার) টাকা নিয়েছেন।

তারা অনেক যোগাযোগের চেষ্টা করে ও টাকা উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে চরফ্যাশন আদালতে মামলা দাখিল করেন। সি আর ৫০৭/২৪ মামলা নাম্বার এ খবর শুনে এলাকা ছেড়ে সহ পরিবারে ঢাকায় অবস্থান করেন। ঈদের ছুটিতে বাড়িতে আসলে সামিয়া আফরোজ অনুজে তজুমুদ্দিন থানা পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরেরন করেন। এলাকার বাসির অভিযোগ এই তিন প্রতারক মোর্শেদ ও হেমায়েত এবং ইব্রাহিম খন্দকার স্কুলে না গিয়ে ১৫ প্রতি মাসের স্বাক্ষর অফিস ম্যানেজ করে একত্রে প্রধান করেন। এলাকা বাসি এই তিন প্রতারক ও তাদের সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।

তজুমুদ্দিন থানা অফিসার ইনচার্জ জানান সি আর ৫০৭/২৪ ধারা ৪০৬,৪২০,১০৯ ধারায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরেরন করা হয়। জেলা বিশেষ কোটে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত বাদীর সাথে সমজোতা সাপেক্ষে জামিন প্রধান করেন।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

তজুমুদ্দিন উপজেলায় প্রাইমারি স্কুলের নিয়োগ বানিজ্যের সহযোগী সামিয়া গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

মোঃ মিজানুর রহমান,ভোলা জেলা প্রতিনিধি:

ভোলা জেলাধীন তজুমুদ্দিন উপজেলা প্রাইমারি স্কুলের নিয়োগ বানিজ্যের কারী তিন প্রতারক মোর্শেদ ও হেমায়েত এবং ইব্রাহিম প্রাইমারি স্কুলে চাকরিতে টিকিয়ে দিবে বলে দীর্ঘ কয়েক বছর যাবত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে এলাকাবাসী সুত্রে জানা যায়। তাদের তিন ভাই এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

তিন প্রতারকের একজন ইব্রাহিম খন্দকার এর বিরুদ্ধে চরফ্যাশন থানায় সি আর ৪৯৩/৪৯৮ দুই টা মামলা রয়েছে। তার সহযোগী স্ত্রী সামিয়া আফরোজ অনুর মাধ্যমে বিভিন্ন মানুষের প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ পাওয়া গেছে। এবং সামিয়া আফরোজ অনুর নামে রুপালী ব্যাংক তজুমুদ্দিন শাখায় একাউন্টে নিয়োগ বানিজ্যের টাকা আদান প্রদান করতেন বলে প্রমাণ পাওয়া গেছে। সামিয়া আফরোজ অনুর চরফ্যাশন উপজেলা মিজানুর রহমান এর কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে ২২৫০০০( দুই লক্ষ পচিঁশ হাজার) টাকা নিয়েছেন।

তারা অনেক যোগাযোগের চেষ্টা করে ও টাকা উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে চরফ্যাশন আদালতে মামলা দাখিল করেন। সি আর ৫০৭/২৪ মামলা নাম্বার এ খবর শুনে এলাকা ছেড়ে সহ পরিবারে ঢাকায় অবস্থান করেন। ঈদের ছুটিতে বাড়িতে আসলে সামিয়া আফরোজ অনুজে তজুমুদ্দিন থানা পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরেরন করেন। এলাকার বাসির অভিযোগ এই তিন প্রতারক মোর্শেদ ও হেমায়েত এবং ইব্রাহিম খন্দকার স্কুলে না গিয়ে ১৫ প্রতি মাসের স্বাক্ষর অফিস ম্যানেজ করে একত্রে প্রধান করেন। এলাকা বাসি এই তিন প্রতারক ও তাদের সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।

তজুমুদ্দিন থানা অফিসার ইনচার্জ জানান সি আর ৫০৭/২৪ ধারা ৪০৬,৪২০,১০৯ ধারায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরেরন করা হয়। জেলা বিশেষ কোটে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত বাদীর সাথে সমজোতা সাপেক্ষে জামিন প্রধান করেন।

এমএস