আসছে মাহে রমজান মাস। সিয়াম সাধনার মাধ্যমে মুসলিম উম্মাহর আত্মশুদ্ধির মাস।বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের সবথেকে পবিত্র সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজানে সকল শিক্ষার্থীদের অবস্থান থাকবে আবাসিক হলে।পবিত্র মাহে রমজানের এই মাসটিতে রোজাদার শিক্ষার্থীদের সেহরি ও ইফতারে সঠিক পুষ্টিমানসম্পন্ন খাদ্য গ্রহণ না করা অতিভ জরুরী। তা না হলে তাঁদের পক্ষে সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। পবিত্র রমজানের এই দিনগুলোতে অপুষ্টিকর খাদ্য গ্রহণ করলে নানাবিধ শারিরীক সমস্যা ও অসুস্থতার শিকার হন বহু শিক্ষার্থী।
রমজানে উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার আবাসিক হলে শিক্ষার্থীদের খাবার মান ও মূল্য নির্ধারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মাদ্রাসা -ই-আলিয়ার ঢাকার যুগ্ম আহ্বায়ক , মোঃ ছানাউল্লাহ উদ্যোগে হল ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন ও সঠিক মূল্য নির্ধারণে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) মোঃ আশরাফুল কবির ও হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রহিম এর নিকট স্মারক লিপি প্রদান করেন।
এ সময় ঢাকা আলিয়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছানাউল্লাহ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের জন্য কল্যাণকর কাজ করে আসছে। আমি আগেও শিক্ষার্থীদের জন্য কাজ করার চেষ্টা করেছি। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার সকল শিক্ষার্থীদের পাশে পূর্বের ন্যায় সবসময় থাকবে।
এমএস