ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হরর কমেডি ইউনিভার্সের ৮ সিনেমাতেই থাকবেন ‘ভূতনি’ শ্রদ্ধা কাপুর

অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (ছবি : সংগৃহীত)

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী-২’তে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। সিনেমাতে তিনি ভূতনি চরিত্রে এতই নিখুঁত অভিনয় করেন যে, দর্শক থেকে সিনেমা জগতের সংশ্লিষ্টরাও তার প্রশংসায় পঞ্চমুখ।

এবার জানা গেল, ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ৮টি সিনেমাতেই নাকি দেখা যাবে এই অভিনেত্রীকে।

চলিতি বছরের জানুয়ারিতে নির্মাতা দীনেশ বিজন ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ৮টি নতুন সিনেমার কথা ঘোষণা করেছেন। কোন সিনেমাটি কখন রিলিজ হবে সেই সূচিও ঘোষণা করেন তিনি।

জানা গেছে, ২০২৫ সালে যথাক্রমে মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা এবং রাশমিকা মান্দানা অভিনীত ‘থামা’ এবং ‘শক্তি শালিনী’। এরপর আসবে ‘ভেড়িয়া-২’, ‘চামুণ্ডা’, ‘স্ত্রী-৩’, ‘মহা মুঞ্জা’, ‘পেহলা মহাযুদ্ধ’, ‘দোসরা মহাযুদ্ধ’।

ভারতীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, সম্প্রতি বলিউডে গুঞ্জন ছড়িয়েছে, প্রতিটি হরর কমেডি সিনেমায় একজন কমন থাকবেন, আর তিনি হলেন শ্রদ্ধা কাপুর।

এখন পর্যন্ত ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের তরফে ৪টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে শুধু ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মুঞ্জা’ সিনেমায় শ্রদ্ধা ছিলেন না। ‘স্ত্রী’ এবং ‘স্ত্রী-২’ দুটোতেই তিনি অভিনয় করেছেন। এমনকি বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’ সিনেমাতেও একটি গানে তাকে দেখা গেছে। আবার বরুণ ‘স্ত্রী-২’তে ক্যামিও চরিত্রে ধরা দেন। তাই দর্শকরা মনে করছেন, ‘ভেড়িয়া-২’ সিনেমাতেও হয়তো আবার শ্রদ্ধার ক্যামিও থাকবে।

এদিকে ম্যাডকের ৮টি সিনেমাতেই এই অভিনেত্রীর উপস্থিতি নিয়ে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

একটি দল অভিনেত্রীকে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আরেক দল বিরক্ত। তাদের মতে, সব হরর কমেডি সিনেমাতেই যদি শ্রদ্ধা কাপুর ধরা দেন, তাহলে সেই মজা চলে যাবে। একঘেয়ে হয়ে যাবে ব্যাপারটা।

যদিও কারো কারো মতে, শ্রদ্ধা যদি সব সিনেমাতেই থাকেন তাহলে প্রতিটি সিনেমাই বক্স অফিসে হিট করবে। কিন্তু বাস্তবে কী হয়- সেটা সময়ই বলে দেবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

হরর কমেডি ইউনিভার্সের ৮ সিনেমাতেই থাকবেন ‘ভূতনি’ শ্রদ্ধা কাপুর

আপডেট সময় : ১০:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী-২’তে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। সিনেমাতে তিনি ভূতনি চরিত্রে এতই নিখুঁত অভিনয় করেন যে, দর্শক থেকে সিনেমা জগতের সংশ্লিষ্টরাও তার প্রশংসায় পঞ্চমুখ।

এবার জানা গেল, ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ৮টি সিনেমাতেই নাকি দেখা যাবে এই অভিনেত্রীকে।

চলিতি বছরের জানুয়ারিতে নির্মাতা দীনেশ বিজন ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ৮টি নতুন সিনেমার কথা ঘোষণা করেছেন। কোন সিনেমাটি কখন রিলিজ হবে সেই সূচিও ঘোষণা করেন তিনি।

জানা গেছে, ২০২৫ সালে যথাক্রমে মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা এবং রাশমিকা মান্দানা অভিনীত ‘থামা’ এবং ‘শক্তি শালিনী’। এরপর আসবে ‘ভেড়িয়া-২’, ‘চামুণ্ডা’, ‘স্ত্রী-৩’, ‘মহা মুঞ্জা’, ‘পেহলা মহাযুদ্ধ’, ‘দোসরা মহাযুদ্ধ’।

ভারতীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, সম্প্রতি বলিউডে গুঞ্জন ছড়িয়েছে, প্রতিটি হরর কমেডি সিনেমায় একজন কমন থাকবেন, আর তিনি হলেন শ্রদ্ধা কাপুর।

এখন পর্যন্ত ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের তরফে ৪টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে শুধু ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মুঞ্জা’ সিনেমায় শ্রদ্ধা ছিলেন না। ‘স্ত্রী’ এবং ‘স্ত্রী-২’ দুটোতেই তিনি অভিনয় করেছেন। এমনকি বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’ সিনেমাতেও একটি গানে তাকে দেখা গেছে। আবার বরুণ ‘স্ত্রী-২’তে ক্যামিও চরিত্রে ধরা দেন। তাই দর্শকরা মনে করছেন, ‘ভেড়িয়া-২’ সিনেমাতেও হয়তো আবার শ্রদ্ধার ক্যামিও থাকবে।

এদিকে ম্যাডকের ৮টি সিনেমাতেই এই অভিনেত্রীর উপস্থিতি নিয়ে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

একটি দল অভিনেত্রীকে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আরেক দল বিরক্ত। তাদের মতে, সব হরর কমেডি সিনেমাতেই যদি শ্রদ্ধা কাপুর ধরা দেন, তাহলে সেই মজা চলে যাবে। একঘেয়ে হয়ে যাবে ব্যাপারটা।

যদিও কারো কারো মতে, শ্রদ্ধা যদি সব সিনেমাতেই থাকেন তাহলে প্রতিটি সিনেমাই বক্স অফিসে হিট করবে। কিন্তু বাস্তবে কী হয়- সেটা সময়ই বলে দেবে।

কেকে