জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। ছাত্রদের পাশাপাশি এ বছরই প্রথম ছাত্রীদেরও ক্রিকেট টুর্নামেন্ট হবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এবারের আসরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ছাত্রদের বিভাগে এটি সপ্তম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট হলেও ছাত্রীদের জন্য এটিই প্রথম।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা যাতে ধারাবাহিকভাবে নিয়মিত অনুষ্ঠিত হয়, সে বিষয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ। ক্রিকেটে প্রথমবারের মতো ছাত্রীদের অংশগ্রহণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক। এটি আমাদের ক্রীড়া সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠানের সভাপতি এবং ক্রীড়া কমিটি ও ক্রীড়া উপ-কমিটির (ক্রিকেট ও লং টেনিস) আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ ছাড়া স্বাগত বক্তব্য দেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। এ সময় বিভিন্ন বিভাগের টিম ম্যানেজার, শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এবারের প্রতিযোগিতায় ছাত্রদের শাখায় ২৯টি বিভাগ ও একটি ইনস্টিটিউটসহ মোট ৩০টি দল এবং ছাত্রীদের শাখায় ১৫টি বিভাগ ও ১টি ইনস্টিটিউটসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে ছাত্রদের ক্যাটাগরিতে ইসলামিক স্টাডিজ বিভাগ ও নাট্যকলা বিভাগের মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।
কেকে