ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে ভ্যানচালককে গলা কেটে হত্যার ঘটনায়, মূল আসামি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে সুকুমার সরকার (৪৫) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত জাহিদ হাসান ওরফে জিহাদ (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যার পর চুরি হওয়া চার্জার ভ্যানের ব্যাটারি ক্রয়কারী আরিফ হোসেনকেও (৩৪) আটক করা হয়েছে।

পুলিশ জানায়, মূল অভিযুক্ত জাহিদ হাসান তার বাড়ির সামনে একটি চায়ের দোকানের আড়ালে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। সে নিয়মিত ভ্যানচালক সুকুমার সরকারকে মাদক পরিবহনের কাজে ব্যবহার করত এবং তার কাছে মাদক বিক্রির কিছু টাকা পাওনা ছিল। পাওনা টাকা আদায়ের পরিকল্পনা থেকেই ১ তারিখে গোপালপুর বাজার থেকে সুকুমারকে চার্জার ভ্যানে তুলে নেয় জাহিদ। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর চার্জার ভ্যানের ব্যাটারি খুলে আরিফ হোসেনের কাছে বিক্রি করা হয়।

ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ৫ তারিখ রাতে লালপুর উপজেলার সিরাজিপুর গ্রামে নিজ বাড়ি থেকে জাহিদ হাসানকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।

এছাড়া, হত্যাকাণ্ডের পর চার্জার ভ্যানের ব্যাটারি কেনাবেচার তথ্যের ভিত্তিতে আরিফ হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান রাজু জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে ভ্যানচালককে গলা কেটে হত্যার ঘটনায়, মূল আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে সুকুমার সরকার (৪৫) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত জাহিদ হাসান ওরফে জিহাদ (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যার পর চুরি হওয়া চার্জার ভ্যানের ব্যাটারি ক্রয়কারী আরিফ হোসেনকেও (৩৪) আটক করা হয়েছে।

পুলিশ জানায়, মূল অভিযুক্ত জাহিদ হাসান তার বাড়ির সামনে একটি চায়ের দোকানের আড়ালে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। সে নিয়মিত ভ্যানচালক সুকুমার সরকারকে মাদক পরিবহনের কাজে ব্যবহার করত এবং তার কাছে মাদক বিক্রির কিছু টাকা পাওনা ছিল। পাওনা টাকা আদায়ের পরিকল্পনা থেকেই ১ তারিখে গোপালপুর বাজার থেকে সুকুমারকে চার্জার ভ্যানে তুলে নেয় জাহিদ। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর চার্জার ভ্যানের ব্যাটারি খুলে আরিফ হোসেনের কাছে বিক্রি করা হয়।

ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ৫ তারিখ রাতে লালপুর উপজেলার সিরাজিপুর গ্রামে নিজ বাড়ি থেকে জাহিদ হাসানকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।

এছাড়া, হত্যাকাণ্ডের পর চার্জার ভ্যানের ব্যাটারি কেনাবেচার তথ্যের ভিত্তিতে আরিফ হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান রাজু জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএস