ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফাল্গুনে কেমন রঙের সাজ-পোশাক পরা উচিত

ছবি : সংগৃহীত

এবার শীত জেঁকে বসেছে। গাছে গাছে এখনো পুরোনো পাতা ঝরছে। যা আবার নবপল্লবে রূপান্তর হবে বসন্তে। আসছে ফাল্গুন। সেই সময় প্রকৃতির সঙ্গে আমরাও নেই নতুন রূপ। বাসন্তি রঙে রোদের মতো জ্বলে ওঠে কপোত-কপোতি ও প্রেমিকযুগল।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিএসসি, রমনা, বইমেলা ও ধানমন্ডির লেক হলুদ হয়ে ওঠে নবদম্পতি ও যুবক-যুবতীদের ভিড়ে। হলুদ বাসন্তি রঙে যেন রঙিন হয় পুরো এলাকা।

এ সময়ে কেমন ধরনের কাপড় পরা উচিত, সেই প্রশ্নের জবাবে পুনশ্চঃ ব্র্যান্ডের ডিজাইনার সিজান সজল বলেন, ‘বাংলাদেশে ফাল্গুনের সময়ে হলুদ, বাসন্তী, গেরুয়া রঙের পোশাক পড়ার প্রচলন তো অনেক আগে থেকেই আছে। কিন্তু ভ্যালেন্টাইন ডের সঙ্গে মিল রেখে এখন আবার যুক্ত হয়েছে লাল রঙ। তাই ফাল্গুনের রঙয়ের সঙ্গে হলুদ, গেরুয়া ও লাল সবই এখন যুক্ত হয়েছে।’

যদিও দুটি ভিন্ন সংস্কৃতি একত্রে মিশে গেছে পাশাপাশি স্রোতে, তবুও বাংলাদেশে ফাল্গুনে এখন বাসন্তি আর লাল দুই রঙয়েরই মিশ্রণে চলছে। বাসন্তি কিছু ক্ষেত্রে বৈরাগ্যের রঙ।

অন্যদিকে লাল হচ্ছে ভালোবাসার রঙ। আবেগের রঙ। এখন ভালোবাসা দিবসের রঙয়ে তাই মিলে গেছে ফাগুনের রঙ।

এই দুই বিরোধী চরিত্রের রঙয়ে এখন মিশে গেছে বাঙালির পয়লা ফাল্গুন। তাই গাঁদা, পলাশ, শিমুলের পাশাপাশি গোলাপ ও রজনীগন্ধাও এখন ফাল্গুনের সময় শোভা পায় তরুণীদের মাথায়। তাই এই বসন্তে প্রিয়জন কেউ থাকুক আর না-ই থাকুক, বসন্তের রঙয়ে রঙিন হোক সবার জীবন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

ফাল্গুনে কেমন রঙের সাজ-পোশাক পরা উচিত

আপডেট সময় : ০৪:৩৯:২২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

এবার শীত জেঁকে বসেছে। গাছে গাছে এখনো পুরোনো পাতা ঝরছে। যা আবার নবপল্লবে রূপান্তর হবে বসন্তে। আসছে ফাল্গুন। সেই সময় প্রকৃতির সঙ্গে আমরাও নেই নতুন রূপ। বাসন্তি রঙে রোদের মতো জ্বলে ওঠে কপোত-কপোতি ও প্রেমিকযুগল।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিএসসি, রমনা, বইমেলা ও ধানমন্ডির লেক হলুদ হয়ে ওঠে নবদম্পতি ও যুবক-যুবতীদের ভিড়ে। হলুদ বাসন্তি রঙে যেন রঙিন হয় পুরো এলাকা।

এ সময়ে কেমন ধরনের কাপড় পরা উচিত, সেই প্রশ্নের জবাবে পুনশ্চঃ ব্র্যান্ডের ডিজাইনার সিজান সজল বলেন, ‘বাংলাদেশে ফাল্গুনের সময়ে হলুদ, বাসন্তী, গেরুয়া রঙের পোশাক পড়ার প্রচলন তো অনেক আগে থেকেই আছে। কিন্তু ভ্যালেন্টাইন ডের সঙ্গে মিল রেখে এখন আবার যুক্ত হয়েছে লাল রঙ। তাই ফাল্গুনের রঙয়ের সঙ্গে হলুদ, গেরুয়া ও লাল সবই এখন যুক্ত হয়েছে।’

যদিও দুটি ভিন্ন সংস্কৃতি একত্রে মিশে গেছে পাশাপাশি স্রোতে, তবুও বাংলাদেশে ফাল্গুনে এখন বাসন্তি আর লাল দুই রঙয়েরই মিশ্রণে চলছে। বাসন্তি কিছু ক্ষেত্রে বৈরাগ্যের রঙ।

অন্যদিকে লাল হচ্ছে ভালোবাসার রঙ। আবেগের রঙ। এখন ভালোবাসা দিবসের রঙয়ে তাই মিলে গেছে ফাগুনের রঙ।

এই দুই বিরোধী চরিত্রের রঙয়ে এখন মিশে গেছে বাঙালির পয়লা ফাল্গুন। তাই গাঁদা, পলাশ, শিমুলের পাশাপাশি গোলাপ ও রজনীগন্ধাও এখন ফাল্গুনের সময় শোভা পায় তরুণীদের মাথায়। তাই এই বসন্তে প্রিয়জন কেউ থাকুক আর না-ই থাকুক, বসন্তের রঙয়ে রঙিন হোক সবার জীবন।

কেকে