ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ইছাআবা ঢাবি শাখা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি আড়ংয়ে চাকরির নিয়োগ, এইচএসসি পাশেই আবেদন ‘আমি তো বলিনি সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায়’: স্বরাষ্ট্র উপদেষ্টা তিতুমীর কলেজে বর্ষবরণে রাজনৈতিক রঙ, শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া জয়পুরহাট পাঁচবিবি উপজেলা বিএনপি ছাত্র নেতাকে গুলি করে হত্যা চেষ্টা, আহত ৪ জন, আটক ১ নাটোরের নলডাঙ্গায় ফিলিস্তিনে ইজরায়েল হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদি দোকানি কে হত্যা জানা গেল ফাজিল অনার্স পরীক্ষা শুরুর তারিখ বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদটা দরকার ছিল: মেলিন্ডা গেটস

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে প্রতিনিধি হিসেবে যাচ্ছেন জাইমা রহমান

তারেক রহমান ও মেয়ে জাইমা রহমান। (ছবি : সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। তবে এ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না তারেক রহমান। তার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন তার মেয়ে জাইমা রহমান।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। তাই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যেতে পারছেন না তারেক রহমান। নিজে উপস্থিত হতে না পারলেও প্রতিনিধি হিসেবে মেয়ে জাইমা রহমানকে পাঠাবেন এই অনুষ্ঠানে।

জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম ও আমীর খসরু আগামী ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে প্রতি বছর যুক্তরাষ্ট্রসহ অন্য দেশ অংশ নেয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট বার্ষিক অনুষ্ঠান। সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটনে এটি অনুষ্ঠিত হয়। এ বছর ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির জাতীয় ও আন্তর্জাতিক নেতারা উপস্থিত থাকবেন। ১৯৫৩ সাল থেকে হয়ে আসা এই আয়োজনে সভা, মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থা থাকে। আয়োজনটি রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়।

সবকিছু ঠিকঠাক থাকলে এ ধরনের বৈশ্বিক কোনো আয়োজনে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের এটিই হবে প্রথম উপস্থিতি। বিষয়টিকে চমক হিসেবে দেখছেন বিএনপি সংশ্লিষ্টরা। তবে বিষয়টি নিয়ে কেউ বিস্তারিত জানাতে রাজি হননি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ইছাআবা ঢাবি শাখা

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে প্রতিনিধি হিসেবে যাচ্ছেন জাইমা রহমান

আপডেট সময় : ০৫:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। তবে এ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না তারেক রহমান। তার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন তার মেয়ে জাইমা রহমান।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। তাই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যেতে পারছেন না তারেক রহমান। নিজে উপস্থিত হতে না পারলেও প্রতিনিধি হিসেবে মেয়ে জাইমা রহমানকে পাঠাবেন এই অনুষ্ঠানে।

জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম ও আমীর খসরু আগামী ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে প্রতি বছর যুক্তরাষ্ট্রসহ অন্য দেশ অংশ নেয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট বার্ষিক অনুষ্ঠান। সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটনে এটি অনুষ্ঠিত হয়। এ বছর ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির জাতীয় ও আন্তর্জাতিক নেতারা উপস্থিত থাকবেন। ১৯৫৩ সাল থেকে হয়ে আসা এই আয়োজনে সভা, মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থা থাকে। আয়োজনটি রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়।

সবকিছু ঠিকঠাক থাকলে এ ধরনের বৈশ্বিক কোনো আয়োজনে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের এটিই হবে প্রথম উপস্থিতি। বিষয়টিকে চমক হিসেবে দেখছেন বিএনপি সংশ্লিষ্টরা। তবে বিষয়টি নিয়ে কেউ বিস্তারিত জানাতে রাজি হননি।

কেকে