ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েটে ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি, প্রতি আসনের বিপরীতে ২৩ পরীক্ষার্থী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে এবারে মোট ২৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। হিসাব মতে, প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ২৩ জন। কুয়েটসহ মোট ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

মঙ্গলবার সকালে কুয়েটের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন উপচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

তিনি আরও বলেন, এ বছর সর্বোচ্চ বেশি সংখ্যক পরীক্ষার্থী কুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেবে। এর আগে সর্বোচ্চ পরীক্ষার্থী ছিল ১৩ হাজার ১০০ জন। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ কোনো ধরনের ডিভাইস নিয়ে আসা যাবে না এবং পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে হলে প্রবেশ করা যাবে। এছাড়া পরীক্ষা নির্বিঘ্ন করতে নগরীর যানজট নিরসনসহ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কামটির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কুয়েটে ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি, প্রতি আসনের বিপরীতে ২৩ পরীক্ষার্থী

আপডেট সময় : ১০:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে এবারে মোট ২৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। হিসাব মতে, প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ২৩ জন। কুয়েটসহ মোট ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

মঙ্গলবার সকালে কুয়েটের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন উপচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

তিনি আরও বলেন, এ বছর সর্বোচ্চ বেশি সংখ্যক পরীক্ষার্থী কুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেবে। এর আগে সর্বোচ্চ পরীক্ষার্থী ছিল ১৩ হাজার ১০০ জন। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ কোনো ধরনের ডিভাইস নিয়ে আসা যাবে না এবং পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে হলে প্রবেশ করা যাবে। এছাড়া পরীক্ষা নির্বিঘ্ন করতে নগরীর যানজট নিরসনসহ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কামটির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

কেকে