ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের আগে যে পানীয়তে চুমুক দিলে ফেশিয়ালের দরকার হবে না

ছবিঃ সংগৃহীত

বিয়ের মৌসুম কড়া নাড়ছে দরজায়। তোড়জোড় চলছে বিয়েবাড়ির। কেনাকাটা থেকে নিমন্ত্রণ পর্ব সারছেন একে একে। বাড়ির প্রতিটা সদস্যের মতোই ব্যস্ত হবু কনেও। কিন্তু এই বিয়ের দিন সব কিছু ‘পারফেক্ট’ করতে গিয়ে নিজের লুকের সঙ্গে আপস করে ফেলছেন না তো?

বিয়ের মতো বিশেষ দিনে সবাই চায় সেরা লুক। কিন্তু মেকআপই যথেষ্ট নয়। ত্বকের উজ্জ্বলতা আসে ভেতর থেকে। বিয়ের আগে যে চাপ যায়, তাতে অনেকেই সময় পায় না নিজের খেয়াল রাখতে। কখনো ঘুম কম হয়, আবার কখনো আইবুড়ো ভাত খেতে খেতেই ওজন বাড়ে। ত্বক ডিটক্সিফিকেশনের সময় পান না। এই সময় ফেশিয়ালও কাজ দেয় না। বরং কাজে আসে একটি বিশেষ পানীয়।

আপনি বিয়ের আগে নিখুঁত ত্বক পেতে ফেশিয়াল করান। নানা রকম প্রসাধনীর সাহায্য নিন। এ দুশ্চিন্তা মুক্ত করতে বিয়ের ২১ আগে এ পানীয় নিয়মিত খেলে ত্বকের জেল্লা আর ফাটবে না।

এবার প্রসাধনীর পাশাপাশি এ পানীয়ের ওপর ভরসা রাখুন। এ পানীয় অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি ও ভিটামিন কে সমৃদ্ধ, যা ত্বকের দেখভালে কাজে আসে। বিটরুট, গাজর, কারিপাতা ও আমলকী একসঙ্গে পেস্ট করে জুস বানিয়ে নিন। এই পানীয় ত্বকের যত্নে দুর্দান্ত কাজ দেয়। উজ্জ্বল ও নিখুঁত ত্বক পেতে এই পানীয় বিয়ের ২১ দিন আগে থেকে খাওয়া শুরু করুন। দেখবেন এতে ত্বকের যাবতীয় সমস্যা কমে গেছে।

ত্বকের যত্নে ডিটক্স পানীয়ের ভূমিকা

বিটের মধ্যে ভিটামিন সি রয়েছে, যা বলিরেখা প্রতিরোধে সাহায্য করে। পাশাপাশি ত্বককে শুকিয়ে যেতে দেয় না। আর গাজরের মধ্যে থাকা ভিটামিন সি, ভিটামিন ই ও বিটা-ক্যারোটিন ত্বককে ডিটক্সিফিকেশনে সাহায্য করে। সানবার্ন প্রতিরোধ করে এবং ত্বকের ইলাস্টিসিটি উন্নত করে।

অন্যদিকে কারিপাতার মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে। এটি ত্বককে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে রক্ষা করে এবং কোষকে পুনরুজ্জীবিত করে তোলে। আর আমলকীর মধ্যে থাকা ভিটামিন সি ত্বককে অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। দাগছোপ, বলিরেখা ও সূক্ষ্মরেখার হাত থেকে ত্বককে বাঁচায়।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিয়ের আগে যে পানীয়তে চুমুক দিলে ফেশিয়ালের দরকার হবে না

আপডেট সময় : ০১:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

বিয়ের মৌসুম কড়া নাড়ছে দরজায়। তোড়জোড় চলছে বিয়েবাড়ির। কেনাকাটা থেকে নিমন্ত্রণ পর্ব সারছেন একে একে। বাড়ির প্রতিটা সদস্যের মতোই ব্যস্ত হবু কনেও। কিন্তু এই বিয়ের দিন সব কিছু ‘পারফেক্ট’ করতে গিয়ে নিজের লুকের সঙ্গে আপস করে ফেলছেন না তো?

বিয়ের মতো বিশেষ দিনে সবাই চায় সেরা লুক। কিন্তু মেকআপই যথেষ্ট নয়। ত্বকের উজ্জ্বলতা আসে ভেতর থেকে। বিয়ের আগে যে চাপ যায়, তাতে অনেকেই সময় পায় না নিজের খেয়াল রাখতে। কখনো ঘুম কম হয়, আবার কখনো আইবুড়ো ভাত খেতে খেতেই ওজন বাড়ে। ত্বক ডিটক্সিফিকেশনের সময় পান না। এই সময় ফেশিয়ালও কাজ দেয় না। বরং কাজে আসে একটি বিশেষ পানীয়।

আপনি বিয়ের আগে নিখুঁত ত্বক পেতে ফেশিয়াল করান। নানা রকম প্রসাধনীর সাহায্য নিন। এ দুশ্চিন্তা মুক্ত করতে বিয়ের ২১ আগে এ পানীয় নিয়মিত খেলে ত্বকের জেল্লা আর ফাটবে না।

এবার প্রসাধনীর পাশাপাশি এ পানীয়ের ওপর ভরসা রাখুন। এ পানীয় অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি ও ভিটামিন কে সমৃদ্ধ, যা ত্বকের দেখভালে কাজে আসে। বিটরুট, গাজর, কারিপাতা ও আমলকী একসঙ্গে পেস্ট করে জুস বানিয়ে নিন। এই পানীয় ত্বকের যত্নে দুর্দান্ত কাজ দেয়। উজ্জ্বল ও নিখুঁত ত্বক পেতে এই পানীয় বিয়ের ২১ দিন আগে থেকে খাওয়া শুরু করুন। দেখবেন এতে ত্বকের যাবতীয় সমস্যা কমে গেছে।

ত্বকের যত্নে ডিটক্স পানীয়ের ভূমিকা

বিটের মধ্যে ভিটামিন সি রয়েছে, যা বলিরেখা প্রতিরোধে সাহায্য করে। পাশাপাশি ত্বককে শুকিয়ে যেতে দেয় না। আর গাজরের মধ্যে থাকা ভিটামিন সি, ভিটামিন ই ও বিটা-ক্যারোটিন ত্বককে ডিটক্সিফিকেশনে সাহায্য করে। সানবার্ন প্রতিরোধ করে এবং ত্বকের ইলাস্টিসিটি উন্নত করে।

অন্যদিকে কারিপাতার মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে। এটি ত্বককে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে রক্ষা করে এবং কোষকে পুনরুজ্জীবিত করে তোলে। আর আমলকীর মধ্যে থাকা ভিটামিন সি ত্বককে অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। দাগছোপ, বলিরেখা ও সূক্ষ্মরেখার হাত থেকে ত্বককে বাঁচায়।

কেকে