রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে স্লেজিং (কটুকথা) করাকে কেন্দ্র করে আইন বিভাগ এবং মার্কেটিং বিভাগের সংঘর্ষ ও এক সাংবাদিককে মারধরের ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটি দুটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্ত করে সুপারিশ প্রদানের জন্য উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে সভাপতি করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে।
কমিটিতে প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম খলিলুর রহমান, শেরে বাংলা ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মাদ শরীফুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আবু রেজা, মেডিক্যাল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপি এবং সহকারী প্রক্টর অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম।
এ ব্যাপারে তদন্ত কমিটির সভাপতি ও সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি খতিয়ে দেখতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দ্রত সময়ের মধ্যে বসে আমরা কাজ শুরু করব। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে পেশাগত দায়িত্ব পালনকালে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের হামলার শিকার হন বণিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সালেহ শোয়েব।
কেকে