ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার ভুলে আমিমুল ইহসান হল হয়ে গেল ‘আমির উদ্দিন হল’! সিএনজি পাম্পে গ্যাস নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চালকের মৃত্যু বিএনপি’র দুর্দিনে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েও কর্মীদের পাশে দাঁড়িয়ে ছিলেন মোঃ রাজন আলী গুম কমিশনে ২৫৩ জনের অভিযোগ প্রমাণিত: মইনুল ইসলাম গ্রামীণ ব্যাংকে চাকরি নিয়োগ, আবেদন অনলাইনে ইলিশ রক্ষা আমাদের জাতীয় কর্তব্য: মৎস্য উপদেষ্টা নির্বাচন নিয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি : সেনাসদর বিশ্ববাসীকে পরিষ্কার বার্তা দিতে হবে, রোহিঙ্গা সমস্যা অত্যন্ত গুরুতর: তারেক রহমান ভালো আলাপ-আলোচনা হচ্ছে কিন্তু ঐকমত‍্য হচ্ছে না : এবি পার্টি প্রায় প্রতিদিনই ট্রাম্পের সঙ্গে আমার কথা হয়: নেতানিয়াহু

চাকরি থেকে বাতিল বেরোবি শিক্ষক ছাত্রলীগ নেতা মো. মনিরুল ইসলাম

ছবিঃ সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক হিসেবে অস্থায়ী পদে নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলামের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনিয়ম করে এক মাসের বেতন ভাতা গ্রহণ করায় তাকে তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিয়োগ বাতিলের ওই চিঠিতে জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে আপনাকে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর থেকে শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে প্রভাষক (অস্থায়ী) পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপত্রে উল্লেখিত শর্তাবলীর ১নং শর্ত অনুযায়ী যে শিক্ষকের শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে আপনাকে নিয়োগ প্রদান করা হয়েছিল, সে শিক্ষক শিক্ষা ছুটি শেষে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর বিভাগে যোগদান করেছেন। বর্তমানে এ বিভাগে কোনো শিক্ষক শিক্ষা ছুটিতে না থাকায় আপনার শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে প্রভাষক (অস্থায়ী) পদের নিয়োগ বাতিল করা হলো। এ আদেশ চলতি বছরের ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

উল্লেখ্য যে, আপনি গত ১২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বেতন ও ভাতা বাবদ ৬২,৩৭৭ টাকা অতিরিক্ত গ্রহণ করেছেন। এ অবস্থায় বেতন ও ভাতা বাবদ অতিরিক্ত প্রদানকৃত এ টাকা অতি দ্রুত বিশ্ববিদ্যালয় তহবিলে জমা প্রদানের জন্য বলা হলো।

যেভাবে নিয়োগ পান ছাত্রলীগ নেতা মনিরুলঃ

গত বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক নিয়োগে ‘জালিয়াতির আশ্রয়’ নিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মনিরুল ইসলামকে। গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় সব প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জানানোর কথা থাকলেও জানানো হয়নি স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম অবস্থানে থাকা ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবেদা আক্তারকে। ভালো ফলাফলের জন্য তিনি প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেয়েছিলেন। ওই পদে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলাম।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জোবেদাকে কল করে জানানো হয়েছে বলে যে দাবি এবং কল লিস্ট প্রকাশ করা হয়েছে—তারও কোনো সত্যতা পাওয়া যায়নি। ওই শিক্ষার্থীর ফোন নম্বরের বিগত কলগুলোর রেকর্ড ও গ্রামীণফোন সেন্টার হতে প্রাপ্ত কল লিস্টে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো কল প্রাপ্তির প্রমাণ পাওয়া যায়নি। যদিও নিয়ম অনুযায়ী, চিঠি বা ই-মেইল এবং পরবর্তীতে কল কিংবা ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে প্রার্থীদের অবহিত করার বিধান রয়েছে। যার কোনো তোয়াক্কাই করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিপরীতে নিয়ম ভঙ্গ করে সদ্য নিয়োগ প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলামকে নিয়োগ দিতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোহাগ আলীকে শিক্ষা ছুটিতে পাঠানো হয় গত ১২ সেপ্টেম্বর। পরে ২০ সেপ্টেম্বর পরীক্ষা বোর্ড ডাকা হয়।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

শিবির নেতার ভুলে আমিমুল ইহসান হল হয়ে গেল ‘আমির উদ্দিন হল’!

চাকরি থেকে বাতিল বেরোবি শিক্ষক ছাত্রলীগ নেতা মো. মনিরুল ইসলাম

আপডেট সময় : ০১:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক হিসেবে অস্থায়ী পদে নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলামের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনিয়ম করে এক মাসের বেতন ভাতা গ্রহণ করায় তাকে তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিয়োগ বাতিলের ওই চিঠিতে জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে আপনাকে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর থেকে শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে প্রভাষক (অস্থায়ী) পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপত্রে উল্লেখিত শর্তাবলীর ১নং শর্ত অনুযায়ী যে শিক্ষকের শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে আপনাকে নিয়োগ প্রদান করা হয়েছিল, সে শিক্ষক শিক্ষা ছুটি শেষে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর বিভাগে যোগদান করেছেন। বর্তমানে এ বিভাগে কোনো শিক্ষক শিক্ষা ছুটিতে না থাকায় আপনার শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে প্রভাষক (অস্থায়ী) পদের নিয়োগ বাতিল করা হলো। এ আদেশ চলতি বছরের ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

উল্লেখ্য যে, আপনি গত ১২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বেতন ও ভাতা বাবদ ৬২,৩৭৭ টাকা অতিরিক্ত গ্রহণ করেছেন। এ অবস্থায় বেতন ও ভাতা বাবদ অতিরিক্ত প্রদানকৃত এ টাকা অতি দ্রুত বিশ্ববিদ্যালয় তহবিলে জমা প্রদানের জন্য বলা হলো।

যেভাবে নিয়োগ পান ছাত্রলীগ নেতা মনিরুলঃ

গত বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক নিয়োগে ‘জালিয়াতির আশ্রয়’ নিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মনিরুল ইসলামকে। গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় সব প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জানানোর কথা থাকলেও জানানো হয়নি স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম অবস্থানে থাকা ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবেদা আক্তারকে। ভালো ফলাফলের জন্য তিনি প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেয়েছিলেন। ওই পদে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলাম।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জোবেদাকে কল করে জানানো হয়েছে বলে যে দাবি এবং কল লিস্ট প্রকাশ করা হয়েছে—তারও কোনো সত্যতা পাওয়া যায়নি। ওই শিক্ষার্থীর ফোন নম্বরের বিগত কলগুলোর রেকর্ড ও গ্রামীণফোন সেন্টার হতে প্রাপ্ত কল লিস্টে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো কল প্রাপ্তির প্রমাণ পাওয়া যায়নি। যদিও নিয়ম অনুযায়ী, চিঠি বা ই-মেইল এবং পরবর্তীতে কল কিংবা ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে প্রার্থীদের অবহিত করার বিধান রয়েছে। যার কোনো তোয়াক্কাই করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিপরীতে নিয়ম ভঙ্গ করে সদ্য নিয়োগ প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলামকে নিয়োগ দিতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোহাগ আলীকে শিক্ষা ছুটিতে পাঠানো হয় গত ১২ সেপ্টেম্বর। পরে ২০ সেপ্টেম্বর পরীক্ষা বোর্ড ডাকা হয়।

কেকে