ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সংগঠন বুননের আয়োজনে ইভেন্ট ম্যানেজমেন্ট ও লিডারশীপের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের ১১৪ নাম্বার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। পৃথক ৩ টি সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুননের উপদেষ্টা ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উক্ত বিভাগের অধ্যাপক আব্দুর রাজ্জাক। কি নোট স্পিকার হিসেবে কর্মশালাটির পরিচালনা করেন এলিসিয়ান ইভেন্ট কোম্পানির ইভেন্ট অর্গানাইজার জনাব আসাদুল্লাহ বাবু এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি পাবলিক রিলেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব ফয়জুল্লাহ ওয়াসিফ। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াত ক্যাটারিং সার্ভিসের চেয়ারম্যান জনাব শওকাত হোসাইন শাওন।
এসময় ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষক আসাদ উল্লাহ বাবু এবং ফয়জুল্লাহ ওয়াসিফ লিডারশীপ ট্রেনিং বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা, শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং উক্ত বিষয়ের উপর কুইজ পরীক্ষা নেন।
সংগঠনের সভাপতি মোঃ নাহিদুর রহমান জানান, “ইভেন্ট ম্যানেজমেন্ট, ডেকোরেশন ও আলপনার উপর ভিত্তি করেই বুননের প্রতিষ্ঠা। তারই ধারাবাহিকতায় বুননের পক্ষ থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট ও লিডারশীপের উপরে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা সামাজিক ও ব্যক্তিগত জীবনে নেতৃত্বের গুণাবলী অর্জনের উপায় জানতে পেরেছে। আমরা আশা রাখি যে, অংশগ্রহণকারী সবাই ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নেতৃত্বের গুণাবলী ধারণ করবে এবং প্রয়োগ করবে।”
ইরফান উল্লাহ/এমএস