ঢাকা ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ড্রাইভিং ট্রেনিং শুরু ঢাকা আলিয়ায় আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া ও দিকনির্দেশনার অনন্য আয়োজন তারেক রহমানের ফেরা নিয়ে প্রস্তুতি চলছে : আমীর খসরু শহীদদের দলীয়করণ করলে তাদের অবমূল্যায়ন করা হবে : ডা. জাহিদ সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সিদ্ধান্ত ইসির : প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংক থেকে ৫০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ইউআইইউর ২২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার নির্বাচন নিয়ে সন্দিহান ছিলাম, এখন আশ্বস্ত হয়েছি : মির্জা ফখরুল

জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) কারাগারে

ছবি : সংগৃহীত

রাজধানীতে জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হওয়া সিরাজগঞ্জের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেল্লাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় অ্যাডভোকেট আব্দুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করে। বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে রিমান্ড শুনানির দিন ধার্যের অপেক্ষায় রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, আব্দুর রহমান ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদলের তিন নেতা নিহতের ঘটনায় দায়ের করা প্রতিটি মামলার এজাহারনামীয় আসামি।

উল্লেখ্য, রোববার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থানকালে জয় বাংলা স্লোগান দেওয়ায় গণপিটুনির শিকার হন অ্যাডভোকেট আব্দুর রহমান। গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। সোমবার তাকে ঢাকা থেকে সিরাজগঞ্জে আনার পর হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ড্রাইভিং ট্রেনিং শুরু

জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) কারাগারে

আপডেট সময় : ০৭:০২:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

রাজধানীতে জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হওয়া সিরাজগঞ্জের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেল্লাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় অ্যাডভোকেট আব্দুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করে। বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে রিমান্ড শুনানির দিন ধার্যের অপেক্ষায় রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, আব্দুর রহমান ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদলের তিন নেতা নিহতের ঘটনায় দায়ের করা প্রতিটি মামলার এজাহারনামীয় আসামি।

উল্লেখ্য, রোববার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থানকালে জয় বাংলা স্লোগান দেওয়ায় গণপিটুনির শিকার হন অ্যাডভোকেট আব্দুর রহমান। গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। সোমবার তাকে ঢাকা থেকে সিরাজগঞ্জে আনার পর হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।

কেকে