ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নবীনদের বরণ করে নিলো ইবির আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ

ছবিঃ আজকের প্রবাহ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ (ইবি) বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন ভবনে বিভাগটির সেমিনারকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডীন অধ্যাপক ড. তৌহিদুল আনাম। এছাড়া বিভাগের শিক্ষক অধ্যাপক ড. হামিদা খাতুন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব, সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসাইন এবং সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসাইন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের বরণ করে নেন। পরে নবীনদের হাতে ফুল দিয়ে স্বাগত জানান বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা। এসময় নবীনরা বিভাগটিতে ভর্তি হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভাগটির শিক্ষক এবং সিনিয়র শিক্ষার্থীরা নবীনদেরকে বিভাগে স্বাগত জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠান চলাকালীন সিনিয়র শিক্ষার্থীরা ইসলামী সংগীত, রম্য-কৌতুকের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণোজ্জ্বল করে তোলেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন বলেন, তোমরা আজ থেকে আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ পরিবারের অংশ। এই বহুমাত্রিক বিভাগে প্রচলিত আইনের সাথে শরিয়াহ আইন পড়ানো হয়। বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশের অসংখ্য জায়গায় ভালো অবস্থানে রয়েছে। প্রত্যাশা করি এই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে তোমারাও আগামীতে এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, তোমরা অনলাইন ব্যবহার করো, অনলাইন যাতে তোমাদেরকে ব্যবহার না করে।বিশ্ববিদ্যালয় ও বিভাগের আইন-শৃঙ্খলা মেনে চলবে এবং শিক্ষকদের প্রতি সন্মান প্রদর্শন করবে।

এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. তৌহিদুল আনাম বলেন, “তোমরা প্রতিযোগিতা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। বড় বড় স্বপ্ন দেখবে, দেওয়ার মালিক আল্লাহ। জীবনের লক্ষ্য ঠিক করে সামনে এগিয়ে যেতে হবে। এই বিভাগ থেকে তোমরা ব্যাংক, বার কাউন্সিল, বিসিএস, বিজেএস এবং ব্যারিস্টারীসহ সকল জব সেক্টরে যেতে পারবে। বিশ্ববিদ্যালয়ে আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা মাদকাশক্তিতে জড়াবো না এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের আইন, আইন ও ভূমি ব্যবস্থাপনা, আরবি ভাষা ও সাহিত্য, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট , ও মার্কেটিং বিভাগসহ অন্যান্য বিভাগসমূহেও নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

ইরফান উল্লাহ/এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

নবীনদের বরণ করে নিলো ইবির আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ

আপডেট সময় : ০৮:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ (ইবি) বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন ভবনে বিভাগটির সেমিনারকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডীন অধ্যাপক ড. তৌহিদুল আনাম। এছাড়া বিভাগের শিক্ষক অধ্যাপক ড. হামিদা খাতুন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব, সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসাইন এবং সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসাইন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের বরণ করে নেন। পরে নবীনদের হাতে ফুল দিয়ে স্বাগত জানান বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা। এসময় নবীনরা বিভাগটিতে ভর্তি হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভাগটির শিক্ষক এবং সিনিয়র শিক্ষার্থীরা নবীনদেরকে বিভাগে স্বাগত জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠান চলাকালীন সিনিয়র শিক্ষার্থীরা ইসলামী সংগীত, রম্য-কৌতুকের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণোজ্জ্বল করে তোলেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন বলেন, তোমরা আজ থেকে আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ পরিবারের অংশ। এই বহুমাত্রিক বিভাগে প্রচলিত আইনের সাথে শরিয়াহ আইন পড়ানো হয়। বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশের অসংখ্য জায়গায় ভালো অবস্থানে রয়েছে। প্রত্যাশা করি এই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে তোমারাও আগামীতে এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, তোমরা অনলাইন ব্যবহার করো, অনলাইন যাতে তোমাদেরকে ব্যবহার না করে।বিশ্ববিদ্যালয় ও বিভাগের আইন-শৃঙ্খলা মেনে চলবে এবং শিক্ষকদের প্রতি সন্মান প্রদর্শন করবে।

এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. তৌহিদুল আনাম বলেন, “তোমরা প্রতিযোগিতা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। বড় বড় স্বপ্ন দেখবে, দেওয়ার মালিক আল্লাহ। জীবনের লক্ষ্য ঠিক করে সামনে এগিয়ে যেতে হবে। এই বিভাগ থেকে তোমরা ব্যাংক, বার কাউন্সিল, বিসিএস, বিজেএস এবং ব্যারিস্টারীসহ সকল জব সেক্টরে যেতে পারবে। বিশ্ববিদ্যালয়ে আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা মাদকাশক্তিতে জড়াবো না এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের আইন, আইন ও ভূমি ব্যবস্থাপনা, আরবি ভাষা ও সাহিত্য, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট , ও মার্কেটিং বিভাগসহ অন্যান্য বিভাগসমূহেও নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

ইরফান উল্লাহ/এমএস