প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সাল বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করা আজ সময়ের দাবি। সড়ক দুর্ঘটনা রোধে আমাদের সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সড়কে শৃঙ্খলা চালকদের প্রশিক্ষণ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতমূলক করতে হবে। চালক থেকে শুরু সকলকে নিয়ম মেনে চলতে অনুরোধ জানান।প্রযুক্তি ব্যবহার করে সড়ক পরিবহন খাতকে আরও উন্নত করা সম্ভব বলে জানান ।
”ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই স্নোগানে আজ ২২ অক্টোবর সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক (ইঞ্জি) বিআরটিএ মো: ফারুক আলম। আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি খন্দকার কামরুল হাসান টিটু, কুমিল্লা জেলা সড়ক পরিবহন বাস মালিক সভাপতি মো: তাজুল ইসলাম,নিরাপদ চালক চাই সভাপতি আজাদ সরকার,নিরাপদ সড়ক চাই উপদেষ্টা মো: ফারুক আহম্মেদ,দৈনিক শিরোনাম পত্রিকা সম্পাদক নীতিশ সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান। সড়ক ও জনপথ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা।
মোঃ মীর মারুফ তাসিন