বাগেরহাট পৌরসভার মোট সড়কের দৈর্ঘ ৮৬ কি.মি., যার অধিকাংশই ভাঙা। অল্প বৃষ্টিতেই সেখানে সৃষ্টি হয় জলাবদ্ধতার। যার ফলে পথচলাচল হয়েছে কষ্টসাধ্য পৌরসভার মানুষের কাছে। ১০ মিনিটের রাস্তা যেতে সময় লাগে প্রায় আধঘন্টা।
তাই সময় মতো বিদ্যালয়, অফিস- আদালত কিম্বা কর্মস্থলে যাওয়াটা তাদের কাছে হয়ে দারিয়েছে স্বপ্নের মতো। খানা-খন্দময় রাস্তা দিয়ে চলাচলের সময় ক্ষয়প্রাপ্ত হচ্ছে যানবাহন। কখনো বা ঘটছে দু্র্ঘটনা।
সড়কের অতি দ্রুত সংস্কার চাই এলাকাবাসী। এদিকে কতৃপক্ষ জানিয়েছে পৌরসভার ২২ সড়ক সংস্কারের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হলেই শুরু হবে কাজ। আশায় প্রহর গুনছেন এলাকাবাসী, অপেক্ষমান তারা উন্নত এবং খনা-খন্দহীন সড়কের জন্য।
ইয়ামিন