ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলের ব্র্যান্ড ভ্যালু সোয়া দুই লাখ কোটি টাকারও বেশি

ক্রিকেটের খোলনলচে পালটে দেওয়া এক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ক্রিকেটে অর্থের ঝনঝনানি, স্বল্পদৈর্ঘ্যের ক্রিকেটের আকাশচুম্বী জনপ্রিয়তার পেছনের রূপকার ভারতীয় এই ঘরোয়া টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের আবেদন এতটাই বেশি যে, বিদেশি ক্রিকেটাররা নিজেদের দেশের খেলা বাদ দিয়ে হলেও আইপিএলে খেলতে মুখিয়ে থাকেন।

এমন লিগের অর্থমূল্য বা ব্র্যান্ড ভ্যালু যে আকাশছোঁয়া হবে তা অনুমিত-ই ছিল। এবার আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ব্যাংক হুলিহান লোকি জানাল, টুর্নামেন্টটির ব্যবসায়িক মূল্য ১২.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে এখন পৌঁছেছে ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় বর্তমানে যা ২ লাখ ২৫ হাজার ৯৩৪ কোটি টাকারও বেশি।

আইপিএলের স্ট্যান্ড-অ্যালোন ব্র্যান্ড ভ্যালুও গত এক বছরে ১৩.৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ৩.৯ বিলিয়ন মার্কিন ডলারে। বিসিসিআই চারটি অ্যাসোসিয়েট স্পন্সরশিপ স্লট (মাই-ইলেভেন-সার্কেল, অ্যাঞ্জেল ওয়ান, রুপে ও সিয়েট) বিক্রি করে আয় করেছে প্রায় ১,৪৮৫ কোটি রুপি, যা আগের চক্রের তুলনায় ২৫ শতাংশ বেশি।

এছাড়া টাটা গ্রুপ আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে তাদের চুক্তি ২০২৮ পর্যন্ত বাড়িয়েছে— পাঁচ বছরের এই চুক্তির মূল্য ৩০০ মিলিয়ন ডলার (ভারতীয় মূল্যে যা প্রায় ২,৫০০ কোটি রুপি)।

অন্যদিকে আইপিএলের দল হিসেবে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে সবচেয়ে এগিয়ে টুর্নামেন্টের সবশেষ সংস্করণের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড ভ্যালু ২৬৯ মিলিয়ন ডলার, যা গত বছর ছিল ২২৭ মিলিয়ন ডলার।

ব্যবসায়িক মূল্যের দিক থেকে বেঙ্গালুরুর পরেই অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের। দুইয়ে থাকা হার্দিক-রোহিতদের দলটি গত বছরের ২০৪ মিলিয়ন ডলার থেকে বেড়ে এবার হয়েছে ২৪২ মিলিয়ন ডলার।

এবার চেন্নাই সুপার কিংসের অবস্থান তিনে নেমে গেছে, তাদের বাজার মূল্য ২৩৫ মিলিয়ন ডলার। এক বছরের মধ্যে সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু বেড়েছে পাঞ্জাব কিংসের। সর্বশেষ আসরে দারুণ ফর্মে থাকা দলটি যদিও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। শ্রেয়াস আইয়ারের এই দলের ব্র্যান্ড ভ্যালু ৩৯.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪১ মিলিয়ন ডলারে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

আইপিএলের ব্র্যান্ড ভ্যালু সোয়া দুই লাখ কোটি টাকারও বেশি

আপডেট সময় : ০৮:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

ক্রিকেটের খোলনলচে পালটে দেওয়া এক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ক্রিকেটে অর্থের ঝনঝনানি, স্বল্পদৈর্ঘ্যের ক্রিকেটের আকাশচুম্বী জনপ্রিয়তার পেছনের রূপকার ভারতীয় এই ঘরোয়া টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের আবেদন এতটাই বেশি যে, বিদেশি ক্রিকেটাররা নিজেদের দেশের খেলা বাদ দিয়ে হলেও আইপিএলে খেলতে মুখিয়ে থাকেন।

এমন লিগের অর্থমূল্য বা ব্র্যান্ড ভ্যালু যে আকাশছোঁয়া হবে তা অনুমিত-ই ছিল। এবার আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ব্যাংক হুলিহান লোকি জানাল, টুর্নামেন্টটির ব্যবসায়িক মূল্য ১২.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে এখন পৌঁছেছে ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় বর্তমানে যা ২ লাখ ২৫ হাজার ৯৩৪ কোটি টাকারও বেশি।

আইপিএলের স্ট্যান্ড-অ্যালোন ব্র্যান্ড ভ্যালুও গত এক বছরে ১৩.৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ৩.৯ বিলিয়ন মার্কিন ডলারে। বিসিসিআই চারটি অ্যাসোসিয়েট স্পন্সরশিপ স্লট (মাই-ইলেভেন-সার্কেল, অ্যাঞ্জেল ওয়ান, রুপে ও সিয়েট) বিক্রি করে আয় করেছে প্রায় ১,৪৮৫ কোটি রুপি, যা আগের চক্রের তুলনায় ২৫ শতাংশ বেশি।

এছাড়া টাটা গ্রুপ আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে তাদের চুক্তি ২০২৮ পর্যন্ত বাড়িয়েছে— পাঁচ বছরের এই চুক্তির মূল্য ৩০০ মিলিয়ন ডলার (ভারতীয় মূল্যে যা প্রায় ২,৫০০ কোটি রুপি)।

অন্যদিকে আইপিএলের দল হিসেবে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে সবচেয়ে এগিয়ে টুর্নামেন্টের সবশেষ সংস্করণের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড ভ্যালু ২৬৯ মিলিয়ন ডলার, যা গত বছর ছিল ২২৭ মিলিয়ন ডলার।

ব্যবসায়িক মূল্যের দিক থেকে বেঙ্গালুরুর পরেই অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের। দুইয়ে থাকা হার্দিক-রোহিতদের দলটি গত বছরের ২০৪ মিলিয়ন ডলার থেকে বেড়ে এবার হয়েছে ২৪২ মিলিয়ন ডলার।

এবার চেন্নাই সুপার কিংসের অবস্থান তিনে নেমে গেছে, তাদের বাজার মূল্য ২৩৫ মিলিয়ন ডলার। এক বছরের মধ্যে সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু বেড়েছে পাঞ্জাব কিংসের। সর্বশেষ আসরে দারুণ ফর্মে থাকা দলটি যদিও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। শ্রেয়াস আইয়ারের এই দলের ব্র্যান্ড ভ্যালু ৩৯.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪১ মিলিয়ন ডলারে।

কেকে