ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার ছালেহ আহমেদ

ছবি: সংগৃহীত

ঢাকা আলিয়া প্রতিনিধি:

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ছালেহ আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা স্বাক্ষরিত গত ১৮ মে (রবিবার) এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

প্রফেসর ছালেহ আহমেদ লক্ষ্মীপুর জেলার টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল, আলিম ও ফাজিল (স্নাতক) পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকার ঐতিহ্যবাহী বকশিবাজার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া থেকে কামিল (মাস্টার্স) সম্পন্ন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে ১৯৮৮ সালে অনার্স এবং ১৯৮৯ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৬তম বিসিএসে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগদান করেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (BMTTI)-তে প্রশিক্ষক হিসেবে কাজ করেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় শিক্ষকতা করেন। এরপর ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয় শাখা) হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি তিনি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে প্রভাষক হিসেবে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। দীর্ঘ অভিজ্ঞতা ও নিষ্ঠার ফলস্বরূপ এবার তাঁকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হলো।

প্রফেসর ছালেহ আহমেদের নিয়োগে মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় গতি ও স্বচ্ছতা আসবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার ছালেহ আহমেদ

আপডেট সময় : ০২:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

ঢাকা আলিয়া প্রতিনিধি:

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ছালেহ আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা স্বাক্ষরিত গত ১৮ মে (রবিবার) এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

প্রফেসর ছালেহ আহমেদ লক্ষ্মীপুর জেলার টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল, আলিম ও ফাজিল (স্নাতক) পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকার ঐতিহ্যবাহী বকশিবাজার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া থেকে কামিল (মাস্টার্স) সম্পন্ন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে ১৯৮৮ সালে অনার্স এবং ১৯৮৯ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৬তম বিসিএসে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগদান করেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (BMTTI)-তে প্রশিক্ষক হিসেবে কাজ করেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় শিক্ষকতা করেন। এরপর ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয় শাখা) হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি তিনি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে প্রভাষক হিসেবে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। দীর্ঘ অভিজ্ঞতা ও নিষ্ঠার ফলস্বরূপ এবার তাঁকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হলো।

প্রফেসর ছালেহ আহমেদের নিয়োগে মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় গতি ও স্বচ্ছতা আসবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।

এমএস