গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের ইডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় জাতীয় যুবশক্তির নবনির্বাচিত কেন্দ্রীয় সংগঠক ওমর ফারুকের সম্মানে এক হৃদয়গ্রাহী সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা। আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরের সম্মানিত সংগঠকবৃন্দ।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ ভোজসভা আয়োজনের মাধ্যমে নবনির্বাচিত নেতাকে শুভেচ্ছা জানানো হয়।
উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় যুবশক্তির ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা নবনির্বাচিত কেন্দ্রীয় সংগঠক ওমর ফারুককে দিকনির্দেশনামূলক উপদেশ প্রদান করেন। তিনি বলেন,”একজন সংগঠকের মূল শক্তি হচ্ছে আদর্শ ও আন্তরিকতা। তরুণদের মাঝে নেতৃত্ব বিকাশে আপনাকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। জাতীয় যুবশক্তিকে এগিয়ে নিতে আপনার সক্রিয়তা এবং নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এই আয়োজন চট্টগ্রামে জাতীয় যুবশক্তির সাংগঠনিক বন্ধনকে আরও দৃঢ় করার পাশাপাশি যুব নেতৃত্বের প্রতি আস্থা ও সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে।
এমএস