মোঃ আরিফুল ইসলাম,ঢাকা আলিয়া প্রতিনিধি:
কামিল পরীক্ষার শুভ সূচনা: শিক্ষার গুণগত মান নিশ্চিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দৃঢ় অবস্থান।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। দেশের ১৪৯টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করছে হাজার হাজার শিক্ষার্থী। যথাসময়ে প্রশ্ন পৌঁছানো, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নকলমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেছে ব্যাপক প্রস্তুতি।
প্রথম দিনেই গাজীপুরের ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা পরিদর্শন করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শামছুল আলম ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।
পরিদর্শনকালে উপাচার্য বলেন, “আমরা চাচ্ছি পরীক্ষা কেন্দ্রগুলো হোক মেধা যাচাইয়ের আদর্শ প্ল্যাটফর্ম। এজন্য আমরা প্রতিটি জেলা প্রশাসককে অনুরোধ করেছি কঠোর নজরদারির ব্যবস্থা নিতে। আশা করছি, সবার সহযোগিতায় একটি সুশৃঙ্খল পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে পারবো।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু পরীক্ষার শুরুর দিন নয়, সম্পূর্ণ সময়জুড়েই কেন্দ্র পরিদর্শন ও তদারকির কার্যক্রম অব্যাহত থাকবে। এ উদ্যোগ পরীক্ষায় স্বচ্ছতা, শৃঙ্খলা এবং গুণগত মান বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এমএস