কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি:
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাবেক অর্থ সম্পাদক এবং এখন টেলিভিশনের রিপোর্টার বাইজিদ হোসেন সা’দ-এর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও নারী বৈষম্যের অভিযোগ ওঠায় তাকে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল রবিবার (২৭ এপ্রিল) সমিতির আহ্বায়ক শাহিন আহমেদের স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে বলা হয়, প্রাপ্ত লিখিত অভিযোগের ভিত্তিতে সংগঠনের স্বার্থ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা বজায় রাখতে ভবিষ্যতেও এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
বিষয় নিশ্চিত করে সংগঠনটির আহবায়ক শাহিন আহমেদ বলেন, সমিতির একাধিক সদস্য তার বিরুদ্ধে এসব অভিযোগ দিয়েছেন লিখিত ভাবে বিভিন্ন প্রমাণ সহ ফলে সংগঠনে শৃঙ্খলা ও সদস্যদের ন্যায় বিচার দেওয়ার স্বার্থে আহবায়ক কমিটি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠিত কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের মধ্য থেকে সংবাদচর্চা ও ন্যায়ের পক্ষে কাজ করার লক্ষ্যে কাজ করে আসছে।
এমএস