শাহেদ ইকবাল, আলীকদম প্রতিনিধি:
ইসরাইল কর্তৃক গাজাবাসীর প্রতি বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শুক্রবার অনুষ্ঠিত এ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক জনাব এস এম আবদুস ছালাম আজাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা আমীর, বান্দরবান পার্বত্য জেলা। এছাড়া উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক, বান্দরবান পার্বত্য জেলা, ডা. চৌধুরী ইউনুস আহমদ সোহান, চেয়ারম্যান, আলীকদম উন্নয়ন ফোরাম, জনাব আবু সুফিয়ান, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, আলীকদম, আবু মনোয়ার, সভাপতি, চৈক্ষ্যং ইউনিয়ন এবং মুরাদুল ইসলাম, সভাপতি, নয়াপাড়া ইউনিয়ন।
উক্ত বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন মো. মাহমুদুল হক, সভাপতি, সদর ইউনিয়ন।
বক্তারা ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বিশ্ব সম্প্রদায়কে এ নৃশংস হামলার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এমএস