স্বর্না সুত্রধর দিপিকা,কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কবি নজরুল সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বিতর্ক প্রতিযোগিতায় কলেজের আটটি বিভাগ অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে ঢাকা ও বরিশাল দল মুখোমুখি হয়, যেখানে বরিশাল বিভাগ চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ হয় ঢাকা বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে। কবি নজরুল সরকারি কলেজ ভবিষ্যতে আদর্শের প্রতীক হয়ে উঠবে।”
প্রধান অতিথি বলেন, “গত ১৫ বছর ধরে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের উচিত ছাত্রশিবিরের কার্যক্রম আরও গঠনমূলকভাবে উপস্থাপন করা, যাতে শিক্ষার্থীরা সঠিক বার্তা বুঝতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার দপ্তর সম্পাদক হাফেজ আনোয়ার হোসেন, বিতর্ক সম্পাদক হাসিবুল ইসলাম সিফাতসহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ক্রেস্ট ও তিন হাজার টাকা এবং রানার্সআপ দলকে ক্রেস্ট ও দুই হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। সেরা বিতার্কিকদের পুরস্কৃত করা হয় এবং বিচারকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া রচনা প্রতিযোগিতায় “ক” ও “খ” গ্রুপ থেকে বিশজনকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
এমএস