এমএ হালিম,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
কলাগাঁও-চারাগাঁও ট্রলি পরিবহন মালিক সমিতি ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে ইদ্রিছ আলী ফকির (চেয়ার) ও সাধারন সম্পাদক পদে মোঃ সিরাজুল ইসলাম (দোয়াত কলম) নির্বাচিত হয়েছেন।
আজ ২২ ফেব্রুয়ারি শনিবার কলাগাঁও দাখিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহন।
উক্ত নির্বাচনে সভাপতির প্রাপ্ত ভোট ১৪৭ ও তার নিকটতম পার্থী পেয়েছেন ১৪২, সাধারন সম্পাদকের প্রাপ্ত ভোট ১৯০ ভোট নিকটতম প্রার্থী ১১৪ ৷
নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন মিজানুর রহমান, মাওলানা আব্দুল মান্নান এবং জাহাঙ্গীর আলম, তারা বলেন ভোটার ও প্রার্থীদের সহযোগীতায় নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন আপনারা আমাদের উপর যে আস্থা রেখেছেন তার প্রতিদান আমরা কাজের মাধ্যমে প্রমানীত করবো।
এমএস