মো. নাজমুল হাসান ভূঁইয়া,মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
টাঙ্গাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে টাঙ্গাইল শহর প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এই র্যালিতে অংশগ্রহণ করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। “মাদককে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই আয়োজনের ব্যবস্থা করে।
র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী তৌকির আহমেদ এবং তরফদার রোহান বলেন, “যে কোনো পরিবার এবং সমাজের জন্য মাদক একটি বড় হুমকিস্বরূপ। মাদকাসক্ত ব্যক্তি অন্যায় করতে দ্বিধা করে না। মাদকাসক্তি সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধিসহ শৃঙ্খলা নষ্ট করে, যা পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। এজন্য আমরা জনসচেতনতামূলক এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছি।”
এমএস