মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা এবং আত্মহত্যা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকালে উপজেলার পৌর এলাকার নরইগাছায় হাবিবুর রহমান মাস্টারের বাড়ির আঙ্গিনায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্যকেন্দ্রের তথ্যআপা আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা।
তথ্যআপা এমিজা আক্তার এর সভাপতিত্বে মানসিক ও শারীরিক স্বাস্থসেবাসহ আত্মহত্যা সচেতনতামূলক বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফ মোহাম্মদ জামিউর রহমান, মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন প্রমুখ।
এই উঠান বৈঠকে পৌর এলাকার অর্ধশত নারী অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার পাশাপাশি আত্মহত্যা রোধে করনীয় বিভিন্ন দিক তুলে ধরেন।
এমএস