মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের আয়োজনে ও ন্যাশনাল ডক্টর ফোরাম এর সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর যথাক্রমে মোহাম্মদ মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি নোমান হোসেন নয়ন,মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন,নগর জামায়াতের সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন। মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য এড এয়াকুব আলী চৌধুরী,ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) কুমিল্লার সভাপতি ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আজকে আমাদের বিজয় দিবস। আমাদের আনন্দ আছে, বেদনাও আছে। এ দুটোকে সামনে রেখে অসহায় মানুষদের কাছে পৌছানোর জন্য এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মানুষের কল্যানের জন্য আল্লাহ আমাদের শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। যারা ডাক্তারের কাছে যেতে পারেনা, চিকিৎসা করাতে পারেনা, আমরা এসব অসহায় মানুষদের মাইকিং করে এখানে ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য দাওয়াত দিয়েছি। তিনি আরো বলেন, ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পযর্ন্ত যারা দেশের জন্য জীবন দিলেন, রক্ত দিলেন আত্ন ত্যাগ দিলেন আমরা সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাদের যেন শহীদ হিসেবে কবুল করেন।