ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের যুবদল নেতা দুর্বৃত্তের গুলিতে নিহত

ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের ডেমা ইউনিয়নের যুবদল নেতা ও সাবেক ডেমা ইউনিয়নের ইউপি সদস্য সজীব তরফদার আজ ৫ নভেম্বর বেলা ২: ১৫ মিনিটের সময় কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর বাদুরতলা মসজিদের সামনে দূর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।ঘটনাস্থলে আশপাশের লোক ছুটে আসার পূর্বেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে মরদেহ ও সজীবের নিজের চালিত একটি মোটরসাইকেল, রামদা ও গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়।

বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। বাগেরহাটের পুলিশ সুপার ঘটনার স্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার বিষয়ে জেলা বিএনপি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য পাওয়া যায় নাই।

উক্ত হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিম, জেলা নায়েবে আমির এ্যাডঃ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, প্রচার বিভাগীয় সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন। নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান। এছাড়া নেতৃবৃন্দ নিহত ব্যক্তির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের যুবদল নেতা দুর্বৃত্তের গুলিতে নিহত

আপডেট সময় : ০৮:৪৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

বাগেরহাটের ডেমা ইউনিয়নের যুবদল নেতা ও সাবেক ডেমা ইউনিয়নের ইউপি সদস্য সজীব তরফদার আজ ৫ নভেম্বর বেলা ২: ১৫ মিনিটের সময় কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর বাদুরতলা মসজিদের সামনে দূর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।ঘটনাস্থলে আশপাশের লোক ছুটে আসার পূর্বেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে মরদেহ ও সজীবের নিজের চালিত একটি মোটরসাইকেল, রামদা ও গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়।

বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। বাগেরহাটের পুলিশ সুপার ঘটনার স্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার বিষয়ে জেলা বিএনপি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য পাওয়া যায় নাই।

উক্ত হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিম, জেলা নায়েবে আমির এ্যাডঃ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, প্রচার বিভাগীয় সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন। নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান। এছাড়া নেতৃবৃন্দ নিহত ব্যক্তির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেন।