উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সারা দেশে চলছে শোক ও ক্ষোভ। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক মাধ্যমে।
মঙ্গলবার (২২ জুলাই) নিজের ফেসবুক পেজে একটি ভিডিও রিলস শেয়ার করেন সালমান মুক্তাদির। ভিডিওবার্তায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পার্লামেন্টের এই চেয়ারে যে-ই বসেন সেই কি কমন সেন্স হারিয়ে ফেলেন?’
তিনি বলেন, ‘ঘটনার সময় পুরো ব্যবস্থাপনা জনগণ নিজেদের ফান্ডিংয়ে করেছে, কেউ কোনো পোস্টের জন্য বসে ছিল না। কেউ কি সরকারের কাছে কোনো রকম আর্থিক সহায়তা চেয়েছে? কোনো বাবা-মা কি বলেছেন, আমাদের টাকা লাগবে?’
সালমানের বক্তব্যের মূল প্রসঙ্গ ছিল একটি ফেসবুক পোস্ট। জানা যায়, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। তবে মঙ্গলবার দুপুরে সে পোস্টটি সরিয়ে ফেলা হয়, যদিও সরিয়ে নেওয়ার কারণ স্পষ্ট করা হয়নি।
তিনি আরও বলেন, ‘মানুষ টাকা চায়নি, মানুষ চেয়েছে জবাবদিহিতা, স্বচ্ছতা, তাৎক্ষণিক কার্যক্রম। কিন্তু কী করা হলো? ৫০ বছরের সেই পুরোনো কথাবার্তা, তহবিল গঠন, তদন্ত কমিটি গঠন। এখনো পর্যন্ত কোনো সেমিনার পর্যন্ত করা হয়নি পুরো ঘটনা নিয়ে।’
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়িত্বশীলদের জবাবদিহির দাবি উঠেছে দেশজুড়েই। সালমান মুক্তাদিরের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
কেকে